বুধবার (২৪ জানুয়ারি) খাদ্য মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
এছাড়াও চট্টগ্রাম বিভাগের ব্রাহ্মণবাড়িয়ায় তিনজন ধান চাল ব্যবসায়ীকে ফুড গ্রেইন পাইকারী লাইসেন্সের জন্য চালানের মাধ্যমে ১৭ হাজার ২৫০ টাকা জরিমানা করা হয়।
সিলেট বিভাগে জেলা সদরে সাতটি অভিযান পরিচালনা করা হয়। এ সময় লাইসেন্সবিহীন ব্যবসা ও অবৈধ মজুত করায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
অন্যদিকে রাজশাহী জেলায় ১৭টি প্রতিষ্ঠান পরিদর্শনকালে বিভিন্ন অনিয়মের ২ লাখ ৫৩ হাজার টাকা জরিমানা করা হয়। ওই বিভাগে নওগাঁ জেলায় ১১টি প্রতিষ্ঠানে ফুডগ্রেইন লাইসেন্স না থাকায় ৫১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি বগুড়া জেলায় ১২টি উপজেলায় নির্ধারিত দাম অপেক্ষা বেশি দরে চাল বিক্রি ও প্লাস্টিকের বস্তা ব্যবহার করায় মোট ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া ময়মনসিংহের নেত্রকোনা জেলার বিভিন্ন উপজেলায় ৪৭টি অভিযান পরিচালনা করা হয়। ফুড লাইসেন্সবিহীন ব্যবসা পরিচালনা করায় মোট ১৪ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া শেরপুর জেলার বিভিন্ন উপজেলায় ২৫টি অভিযান পরিচালনা করা হয়। মূল্য তালিকা ও ফুড লাইসেন্সবিহীন ব্যবসা করায় ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।