অলিম্পিকে জায়গা করে নিতে দক্ষিণ আমেরিকার দশটি দল খেলছে বাছাইপর্বে। দুই গ্রুপ থেকে শীর্ষ দুইটি দল বাছাইপর্বের চূড়ান্ত পর্যায়ে খেলবে। এরপর এখান থেকে শীর্ষ দুই দল জায়গা করে নেবে আসন্ন অলিম্পিকের মূল পর্বে।
এদিকে গোল শূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধে পিছিয়ে পড়ে ম্যাচেরানোর দল। ৬৭ মিনিটে পেনাল্টি থেকে গোল করে এক গোলের লিড নেয় প্যারাগুয়ে। ফলে এক পর্যায়ে হারের শঙ্কাও জেগেছিল আর্জেন্টআইন শিবিরে। তবে শেষ মুহূর্তের এক গোলে সমতা নিয়ে মাঠ ছাড়তে পেড়েছে আর্জেন্টিনা। ৯০ মিনিটে সমতাসূচক গোলটি করেন লুসিয়ানো গুনদো।
অলিম্পিকের সবশেষ দুই আসরে গ্রুপ পর্বেই বাদ পড়েছে আলবিসেলেস্তেরা। তবে এবার এই আসরে স্বর্ণপদক জয়ের স্বপ্ন দেখছে বিশ্বকাপজয়ীরা। তাই লিওনেল মেসি এবং আনহেল ডি মারিয়াকেও অলিম্পিকে খেলানোর কথা ভাবা হচ্ছে।
মেসি এবং এবং ডি মারিয়া অলিম্পিকে খেলবেন কিনা তা এখনো নিশ্চিত নয়। তবে এর আগে নিশ্চিত করতে মূল পর্বের জায়গা। প্যারাগুয়ের বিপক্ষে ড্রয়ের পর আলবিসেলেস্তেদের কোচ ম্যাচেরানো বলেন, ‘ম্যাচে আমরাই ভালো খেলছি। প্রথম ১৫-২০ মিনিটে বেশ কয়েকটা গোলের সুযোগ তৈরি করেছি, কিন্তু কাজে লাগাতে পারিনি, দ্বিতীয়ার্ধে যা আমাদের ভুগিয়েছে।’