বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) ভোরে রাজশাহীর বাঘা উপজেলার গোচর গ্রাম থেকে নির্যাতিত ওই ছাত্রীকে উদ্ধার ও প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ।
পরে নির্যাতিত ওই স্কুলছাত্রীকে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনা জড়িত অপর অভিযুক্ত পারভেজকে গ্রেপ্তার করতে অভিযান চলছে বলে জানায় পুলিশ।
এদিকে এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে বিচার দাবি জানিয়েছেন নির্যাতিত ছাত্রীর পরিবার।
নির্যাতিতা ওই ছাত্রীর পরিবার জানায়, গত মঙ্গলবার (১৬ জানুয়ারি) দুপুরে নাটোর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের ওই ছাত্রী স্কুল ছুটির পর বাড়ি ফিরছিল। পথে আলাইপুর এলাকায় পৌঁছালে মোটরসাইকেলযোগে আসা উত্তর বড়গাছা এলাকার মিন্টুর ছেলে টিকটকার নীরব ও তার সহযোগী স্টেশন বাজার এলাকার নূর আলমের ছেলে পারভেজ ওই ছাত্রীকে অপহরণ করে। পরে মঙ্গলবার রাতেই টিকটকার নীরব ও পারভেজকে অভিযুক্ত করে সদর থানায় মামলা করেন নির্যাতিত ছাত্রীর বাবা।
নাটোর সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মইনুল হক রিকু জানান, বৃহস্পতিবার দুপুর ২টায় পুলিশ ওই ছাত্রীকে হাসপাতালে ভর্তি করে। গাইনি ওয়ার্ডে ওই ছাত্রীর চিকিৎসার পাশাপাশি প্রয়োজনীয় পরীক্ষা করা হবে।
নাটোর সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, এ বিষয়ে মামলা হয়েছে। মামলায় প্রধান আসামি নীরবকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়। ঘটনায় জড়িত অপর অভিযুক্ত পারভেজকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।