ইউনিভার্সিটি অব লন্ডন থেকে স্নাতকোত্তর হয়েছেন টুইঙ্কেল। গ্র্যাজুয়েশন ডে তে তার পাশে এসে দাঁড়িয়েছিলেন অক্ষয়। তার পরনে ছিল কালো কোট অন্যদিকে টুইঙ্কেল পরেছিলেন সবুজ রঙের একটি শাড়ি।
সে ছবি শেয়ার করে অক্ষয় লিখেছেন, “দুই বছর আগে হঠাৎ একদিন আমাকে তুমি বলেছিলে ফের একবার লেখাপড়া শুরু করতে চাও। সেই মুহূর্তে মনে হয়েছিল, যা তুমি বলেছিলে সত্যি করবে কি না। কিন্তু আমার এই সংশয় ভুল ছিল। তোমাকে আমি দিনরাত লেখাপড়া করতে দেখেছি। একইসঙ্গে বাড়ি, ক্যারিয়ার, আমাকে আর আমাদের সন্তানদেরও সামলাতে দেখেছি। আমি জানি একজন সুপারওম্যানকে বিয়ে করেছি আমি। আজ তোমার এই দিনে মনে হচ্ছে আমারও আরও পড়াশোনা উচিত ছিল। তা হলে হয়তো তোমার এই কৃতিত্বকে সঠিক শব্দে বর্ণনা করে বোঝাতে পারতাম, তুমি আমাকে কতটা গর্বিত করেছ।”
ছোট বয়সে সিনেমায় কাজ করা শুরু করেছিলেন বলে লেখাপড়াটা অপূর্ণই থেকে যায় টুইঙ্কলের। কিন্তু লেখাপড়া শেষ না হওয়ার গ্লানি নিয়ে বারবার হাহুতাশ করেননি তিনি। উল্টো বসেছেন পড়ার টেবিলে। মাঝবয়সে এসে দেখিয়েছেন চাইলেও স্বপ্ন পূরণ করা যায়।