মৌলভীবাজারের দুইটি আসনের চারজন প্রার্থী ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন। রোববার (৭ জানুয়ারি) বিকেলে ভোট কারচুপি, জালিয়াতি, কেন্দ্র থেকে এজেন্ট বের করে দেওয়া, পেশিশক্তির প্রয়োগসহ নানা অনিয়মের অভিযোগে এনে ভোট বর্জন করেন এই তিন প্রার্থী।
মৌলভীবাজার-৩ (সদর ও রাজনগর উপজেলা) আসনের ন্যাশনাল পিপলস পার্টির প্রার্থী অ্যাডভোকেট আবু বকর ভোট বর্জন করে গণমাধ্যমকর্মীদের বলেন, রাজনগরের দক্ষিণ ঘরগাঁও কেন্দ্রে এক ব্যক্তি একাধিকবার সিল মেরেছেন এমন দৃশ্য দেখে আমি প্রতিবাদ করলে পেছন দিক থেকে একজন এসে আমাকে ধরে বাইরে বের করে দেয়।
তিনি অভিযোগ করে বলেন, এই আসনের প্রতিটি কেন্দ্রে একইভাবে জালিয়াতি ও অনিয়ম করে ভোট প্রয়োগ করা হয়। একই অভিযোগে ভোট বর্জন করেন ওই সংসদীয় আসনের জাতীয় পার্টির প্রার্থী মো. আলতাফুর রহমান।
এদিকে মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের তৃণমূল বিএনপির প্রার্থী ও সাবেক সংসদ সদস্য এম এম শাহীন একই অভিযোগ এনে ভোট বর্জনের ঘোষণা দেন। এর কিছুক্ষণ পর একই আসনের স্বতন্ত্র প্রার্থী একেএম সফি আহমদ সলমান নির্বাচন বর্জনের ঘোষণা দেন।