ঢাকা-১৯ (সাভার-আশুলিয়া) আসনে পছন্দের প্রার্থীকে ভোট দিতে সকাল থেকে বিভিন্ন ভোটকেন্দ্রে উপস্থিত হচ্ছেন ভোটাররা। সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হলেও দুপুর পর্যন্ত সাভারের বেশ কয়েকটি কেন্দ্র ঘুরে দেখা যায় কেন্দ্রগুলো প্রায় ভোটশূন্য।
রেডিও কলোনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পুরুষ ভোট কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা মামুন উর রশিদ বলেন, সকালের দিকে উপস্থিতি একটু কম। আশা করছি সময়ের সঙ্গে সঙ্গে উপস্থিতিও বাড়বে।
আজ সকালে সাভারের জামসিং এলাকায় শুকুরজান জিন্নত আলী আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্র-১ এ গিয়ে দেখা যায়, এ কেন্দ্রে মোট মহিলা ভোটার সংখ্যা ১ হাজার ৯৮৯ জন। কেন্দ্রটিতে সকাল ১০টা পর্যন্ত ভোট দিয়েছেন ৭৬ জন। একই বিদ্যালয়ের কেন্দ্র-২ এ নারী ভোটার সংখ্যা ২ হাজার ১২ জন। সকাল ১০টা পর্যন্ত ভোট দিয়েছেন ১৫৪ জন। মোফাজ্জল মোমেনা চাকলাদার মহিলা কলেজ ভোট কেন্দ্রে পুরুষ ভোটার ২ হাজার ৪২৩ জন। সকাল ১০টা পর্যন্ত ভোট দেন ১০৭ জন।
এদিকে সকাল ৯টার দিকে সাভারের রেডিও কলোনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নারী ভোটকেন্দ্রে মোট ভোটার সংখ্যা ৩ হাজার ৪১১ জন। ভোট দিয়েছেন ২৬ জন ভোটার। পুরুষদের কেন্দ্রে ভোটার সংখ্যা ৩ হাজার ৩১৪ জন। ভোট দিয়েছেন ৭০ জন। অধিকাংশ ভোটকেন্দ্রে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ও স্বতন্ত্র হিসেবে ঈগল ও ট্রাক প্রতীকের প্রার্থীর বাইরে অন্য কোনো প্রতীকের প্রার্থীদের এজেন্ট নেই।