মার্কিন যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া এবং জাপানসহ মিত্র দেশগুলো উত্তর কোরিয়াকে হুঁশিয়ারি দিয়েছে। উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষা, স্যাটেলাইট উৎক্ষেপণসহ নানা সামরিক কর্মসূচির বিরুদ্ধে এসব হুঁশিয়ারি দিয়েছে পশ্চিমা বিশ্ব। তবে এসব হুমকি ও হুঁশিয়ারিকে পাত্তা দিচ্ছেন না উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। এবার একের পর এক কামানের গোলা নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া।
দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী জানিয়েছে, শনিবার ইয়নপিয়ং দ্বীপের কাছে উত্তর কোরিয়ার সামরিক বাহিনী ৬০টিরও বেশি কামানের গোলা নিক্ষেপ করেছে। একদিন আগেই উভয় পক্ষ ওই একই অঞ্চলে গুলির মহড়া চালায়। অঞ্চলটি তাদের বিতর্কিত নৌ সীমান্তের কাছে। খবর রয়টার্সের
সিউলের জয়েন্ট চিফ অব স্টাফ এক বিবৃতিতে বলেন, ‘উত্তর কোরিয়ার বাহিনী আজ স্থানীয় সময় বিকেল ৪ টা থেকে ৫ টার মধ্যে ( আন্তর্জাতিক জিএমটি ০৭০০ থেকে ০৮০০) ইয়নপিয়ং দ্বীপের উত্তর-পশ্চিমাঞ্চলের অংশ থেকে প্রায় ৬০ রাউন্ড গুলি বর্ষণ করে।’
এর আগে শুক্রবার দুই দেশের সমুদ্রসীমার দক্ষিণে অবস্থিত দুটি বিরল জনবহুল দ্বীপ ইয়নপিয়ং এবং বেংনিয়ংয়ের কাছে উত্তর কোরিয়া ২০০ রাউন্ডেরও বেশি কামানের গোলা নিক্ষেপ করে।
দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী বলেছে, ‘নিষিদ্ধ এলাকায় বারবার গোলাবর্ষণ কোরীয় উপদ্বীপের শান্তির জন্য হুমকি স্বরূপ এবং উত্তর কোরিয়া এর মাধ্যমে উত্তেজনা বাড়িয়ে তুলছে।’
তারা ‘কঠোর সতর্কবার্তা’ জারি করে উত্তর কোরিয়াকে অবিলম্বে এ ধরনের কর্মকাণ্ড বন্ধ করার আহ্বান জানিয়েছে।
উত্তর কোরিয়ার জয়েন্ট চিফস বলেন, ‘১৯ সেপ্টেম্বরের সামরিক চুক্তি পুরোপুরি বাতিলের দাবি তোলার পর থেকেই উত্তর কোরিয়া নিষিদ্ধ এবং সংঘাতপূর্ণ অঞ্চলে কামানের গোলা ছুঁড়ে আমাদের নাগরিকদের হুমকি দিয়ে যাচ্ছে। জবাবে নাগরিকদের রক্ষায় আমাদের সেনাবাহিনী যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে।’