নতুন বছরের প্রথম ম্যাচে কাল মাঠে নেমেছিল বার্সেলোনা। লাস পালমাসের বিপক্ষে এই ম্যাচ দিয়েই লা-লিগায় অভিষেক হয়েছে ব্রাজিলের নতুন রোনালদো খ্যাত ভিতর রকির। তরুণ এই ফুটবলারের অভিষেকের রাতে শুরুতেই গোল খেয়ে পিছিয়ে পড়ে বার্সা। পরে শেষদিকে পেনাল্টিতে গোল করে জয় নিয়েই মাঠ ছাড়ে জাভি হার্নান্দেজের দল।
লাস পালমাসের মাঠে কাল ম্যাচের শুরুতেই ধাক্কা খায় বার্সেলোনা। একাদশ মিনিটে চোট নিয়ে মাঠ ছাড়েন জোয়াও ক্যানসেলো। তাঁর বদলে মাঠে নামেন আন্দ্রেয়াস ক্রিস্টেনসেন। এরপরের মিনিটেই পিছিয়ে পড়ে কাতালানরা। বার্সা ডিফেন্ডারদের রক্ষণ গলিয়ে ক্রস দেন সান্দ্রো রামিরেস। পরে গোলরক্ষককে পরাস্ত করে গোল করেন মুনির এল হাদ্দাদি।
পিছিয়ে থেকে দ্বিতীয়ার্ধ শুরুর পর অবশ্য ছন্দ ফিরে পায় বার্সেলোনা। ৫৫ মিনিটে রবার্তোর বাড়িয়ে দেয়া বলে দারুণ এক শট নিয়ে লক্ষ্যভেদ করেন ফেরান তোরেস। সমতায় ফেরার পর ম্যাচের ৭৮ মিনিটে ফেরান তোরেসের বদলি হিসেবে প্রথমবারের মত মাঠে নামেন রকি। মাঠে নেমে গোল করার সুযোগও পেয়েছিলেন তিনি। তবে শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছেন।
এদিকে সমতায় ফেরার পর জয়সূচক গোল পেতে কাল যোগ করা সময় পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে কাতালানদের। নিজেদের বক্সে ইকায় গুন্দোয়ানকে ধাক্কা দিয়ে ফেলে দেন পালমাসের ফুটবলার। ফলে পেনাল্টি পায় বার্সা। আর স্পটকিকে গোল করে দলকে এগিয়ে দেন গুন্দোয়ান।
শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়ায় শীর্ষে থাকা রিয়াল মদ্রিদের সঙ্গে পয়েন্ট ব্যবধান কমিয়ে এনেছে বার্সা। ১৯ ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে কাতালানরা, আর এক নম্বরে থাকা রিয়ালের পয়েন্ট ৪৮।