কক্সবাজারের টেকনাফে দুই কিশোরকে অপহরণ করেছে দুর্বৃত্তরা। অপহরণের পর তাদের পরিবারের কাছ থেকে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করছে অপহরণ চক্রের সদস্যরা।
মঙ্গলবার (২ জানুয়ারি) দিবাগত রাত দেড়টার দিকে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের বড় ডেইল এলাকার একটি ফার্নিচারের দোকান থেকে এই দুই কিশোরকে অপহরণ করা হয়। সকালে কিশোরের পরিবারের ফোন করে দাবি করা হয় ১০ লাখ টাকা মুক্তিপণ।
বাহারছড়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ফরিদ উল্লাহ এসব তথ্য নিশ্চিত করেছেন।
ইউপি সদস্য ফরিদ উল্লাহ জানিয়েছেন, বড় ডেইল এলাকার একটি ফার্নিচারের দোকানে এসে অজ্ঞাত সন্ত্রাসীরা দুই কিশোরকে ধরে কয়েক রাউন্ড গুলি বর্ষন করতে করতে পাহাড়ের দিকে নিয়ে গেছে। সকালে মুঠোফোনের মাধ্যমে পরিবারের কাছে থেকে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে সন্ত্রাসীরা।
বৃহস্পতিবার (৪ জানুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করে টেকনাফের বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মশিউর রহমান জানিয়েছেন, এই সম্পর্কে পরিবারের পক্ষ থেকে কেউ এ পর্যন্ত লিখিতভাবে জানাননি। রাতে তারা এলাকায় ছিল, সকাল থেকে হঠাৎ করে পাওয়া যাচ্ছে না। আমার কাছে বিষয়টি অপহরণ বলে মনে হচ্ছে না। তারপরও এলাকার লোকজনের কাছে বিষয়টি জানার পর পুলিশের একটি দল ঘটনাস্থলে অভিযান অব্যাহত রেখেছে।