ডিহাইড্রেশন (পানিশূন্যতা) ও শ্বাসকষ্ট নিয়ে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি হওয়া জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির (জাপা) চিফ প্যাট্রন রওশন এরশাদ বলেছেন, ‘আমি ভালো আছি। সবাই আমার জন্য দোয়া করবেন’। রবিবার সিএমএইচ থেকে টেলিফোনে ইত্তেফাককে তিনি একথা বলেন। রওশন বলেন, আমার যে অ্যাসিডিটির সমস্যা হয়েছিল সেটিও এখন আর নেই। মাত্র তো তিনদিন হলো হাসপাতালে আসলাম। হয়তো আরও দুই-তিনদিন থাকতে হতে পারে।’
রওশন এরশাদ রোজা রাখছিলেন। বৃহস্পতিবার ইফতারের পর হঠাৎ তার রক্তচাপ বেড়ে যায়। এছাড়া প্রচণ্ড গরমে তার শরীরে পানিশূন্যতা দেখা দেয় ও পেটে গ্যাস হয়। সঙ্গে শুরু হয় শ্বাসকষ্ট। ওইদিন রাত ৯টার দিকে তাকে সিএমএইচে নেওয়ার পর প্রথমে করোনা পরীক্ষা করা হয়, তবে ফল নেগেটিভ আসে। রওশন এরশাদের ছেলে ও রংপুর-৩ আসনের এমপি রাহগির আল মাহি (সাদ এরশাদ) রবিবার সন্ধ্যায় ইত্তেফাককে বলেন, ‘আম্মা এখন ভালো আছেন। ডাক্তাররা সবকিছু পরীক্ষা-নিরীক্ষা করেছেন। সব রিপোর্ট ভালো।’