সাজানো মিথ্যা মামলায় নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসকে সাজা দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন গণফোরামের সাধারণ সম্পাদক সুব্রত চৌধুরী।
তিনি বলেন, ‘সারাবিশ্ব বলেছে এটা বেআইনি ও অন্যায়। আপনি (প্রধানমন্ত্রী) প্রতিহিংসাপরায়ণ হয়ে ড. ইউনূসকে জেল দিয়েছেন। ধিক্কার ও তীব্র নিন্দা জানাই। আপনি একজন কীর্তিমানকে হেনস্তা করছেন, কারণ তিনি নোবেল বিজয়ী।’
বুধবার (৩ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের সামনে গণফোরাম ও বাংলাদেশ পিপলস পার্টি আয়োজিত এক পথসভায় তিনি এসব কথা বলেন।
সুব্রত চৌধুরী বলেন, ‘শেখ হাসিনা এবার নোবেল পাবেন। পৃথিবীতে ডামি নির্বাচনের ইতিহাস সৃষ্টি করে ডামি নোবেল বিজয়ী হবেন। জনগণের বিরুদ্ধে আপনার বাহিনী পুনরায় লেলিয়ে দিবেন না, জনগণ আপনার পাতানো, সাজানো ডামি নির্বাচনে যাবে না। আইয়ুব খান, ইয়াহিয়া খান ও এরশাদকে বাংলাদেশের জনগণ ছাড়ে নাই, কর্তৃত্ববাদী শেখ হাসিনাকেও ছাড়বে না।’
তিনি বলেন, ‘আব্রাহাম লিংকন গণতন্ত্রের একটা সংজ্ঞা দিয়েছিলেন, কিন্তু শেখ হাসিনা সেই সংজ্ঞা পাল্টে দিয়েছেন। এই যে একটা ডামি নির্বাচন বাংলাদেশে চালু করলেন, সারাবিশ্বের মানুষের কাছে বাংলাদেশের সম্মান ক্ষুণ্ন করলেন, আমাদের লজ্জিত করলেন। এখানে ভোটের দরকার নেই, শেখ হাসিনা বাংলাদেশ থেকে সর্বজনীন ভোটাধিকার নির্বাসিত করেছেন।’
গণফোরামের সাধারণ সম্পাদক বলেন, ‘বাংলাদেশের সংবিধানকে দুমড়ে মুচড়ে দিয়ে শেখ হাসিনা বছরের পর বছর জনগণের অধিকার কেড়ে নিয়েছেন। নির্বাচন কমিশনার বলেন- নির্বাচন যদি সুষ্ঠু না হয় বাংলাদেশের পরিস্থিতি নাকি ভয়াবহ হবে, ব্যর্থ রাষ্ট্র হবে। শেখ হাসিনা বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্র করতে নির্বাচন নির্বাচন খেলার আয়োজন করেছেন।’
পথসভায় আরও বক্তব্য রাখেন- গণফোরামের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট এ কে এম জগলুল হায়দার আফ্রিক, বাংলাদেশ পিপলস পার্টির কো-চেয়ারম্যান পারভীন নাসের খান ভাসানী, বাংলাদেশ পিপলস পার্টির মহাসচিব মো. আব্দুল কাদের, গণফোরামের তথ্য ও গণমাধ্যম বিষয়ক সম্পাদক মুহাম্মদ উল্লাহ মধু, ছাত্র বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মো. সানজিদ রহমান শুভ, কেন্দ্রীয় কমিটির সদস্য আনোয়ার ইব্রাহীম প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন গণফোরামের ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ রওশন ইয়াজদানী।
এর আগে সরকারের পদত্যাগ, নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের পক্ষে গণসংযোগ কর্মসূচি নিয়ে বেলা ১১টায় রাজধানীর বিজয়নগর পানির ট্যাংকি থেকে লিফলেট বিতরণ শুরু করেন তারা। এরপর পুরানা পল্টন মোড় হয়ে জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় লিফলেট বিতরণ করা হয়।