পাকিস্তান ২০১৪ সালের পর এই বছর সবচেয়ে বেশি আত্মঘাতী হামলার সাক্ষী হয়েছে। এর প্রায় অর্ধেকই ঘটেছে নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে। পাকিস্তিনের সংবাদমাধ্যম ডন এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
পাকিস্তান ইনস্টিটিউট ফর কনফ্লিক্ট অ্যান্ড সিকিউরিটি স্টাডিজ (পিআইসিএসএস) এর উদ্ধৃতি দিয়ে ডন জানিয়েছে, ২০২৩ সালে পাকিস্তানজুড়ে ২৯টি আত্মঘাতী হামলার খবর পাওয়া গেছে। এতে ৩২৯ জন নিহত এবং ৫৮২ জন আহত হয়েছে।
খবরে বলা হয়েছে, আত্মঘাতী হামলায় নিহতের ৪৮ শতাংশ এবং আহতদের ৫৮ শতাংশ নিরাপত্তা কর্মী। এটা ২০১৩ সালের পর সর্বোচ্চ। ওই বছর পাকিস্তানে ৪৭টি আত্মঘাতী হামলার ঘটনা ঘটে এবং ৬৮৩ জনের মৃত্যু হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, ২০২২ সালের তুলনায় পাকিস্তানে এই বছর আত্মঘাতী হামলা বেড়েছে ৯৩ শতাংশ। এছাড়া মৃত্যু ও আহতের সংখ্যাও উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে।
ডন জানিয়েছে, সবচেয়ে বেশি হামলা হয়েছে খাইবার পাখতুনখোয়ায়। সেখানে ২৩টি ঘটনায় ২৫৪ জন নিহত এবং ৫১২ জন আহত হয়েছে। এছাড়া বেলুচিস্তান পাঁচটি হামলার সম্মুখীন হয়েছে, যার ফলে ৬৭ জন মারা গেছে এবং ৫২ জন আহত হয়েছে। আর সিন্ধুতে একটি আত্মঘাতী হামলার সাক্ষী হয়েছে, যার ফলে আটজন মারা গেছে এবং ১৮ জন আহত হয়েছে।
পাকিস্তানের কিছু এলাকায় বিদ্রোহী ও সশস্ত্র গোষ্ঠীর তৎপরতা অনেক বেশি। যার ফলে সেখানে আত্মঘাতী ও বোমা হামলার ঘটনা অনেকটা নিয়মিত। এতে বহু মানুষ হতাহত হন। দেশটি বহু বছর ধরে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়ছে।