এক বছর হয়ে গেল বাবা হারিয়েছেন অভিনেতা চঞ্চল চৌধুরী। তবে শোকের নদী শুকায়নি। জন্মদাতাকে হারানোর ব্যাথা প্রতিনিয়ত পোড়ায় তাকে। যন্ত্রণায় কাতর হন তিনি। সেই কাতরতা তুলে ধরেছেন সামাজিক মাধ্যমে।
আজ বুধবার নিজের ফেসবুকে বাবাকে নিয়ে একটি আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন চঞ্চল। এক বছর ধরে বাবা ডাকতে পারেন না উল্লেখ করে লিখেছেন, ‘বাবা’ ডাকতে পারি না একটা বছর। আমাদের বাবা অনন্তলোকে চলে যাওয়ার আজ এক বছর হয়ে গেল।
এরপর লেখেন, বাবার হাতটা ছুঁতে পারি না একটি বছর। বাবাকে আদর করতে পারি না এক বছর! মাঝে মাঝে গভীর রাতে একাকী চিৎকার করে বাবা বাবা বলে ডাকি। বাবা সাড়া দেয় না। আর দেবেও না কোনোদিন। স্বপ্নেও বাবাকে দেখতে পাই না।
বাবা হারানোর যন্ত্রণা নিয়ে বলেন, এ যে কী কষ্ট, কী যে কষ্ট! যারা পিতৃহীন তারাই শুধু বোঝে,তারাই শুধু জানে। আমাদের ছোটবেলার বাঘের মতো গর্জন করা বাবাকে যখন শেষদিকে শিশুর মতো করে আদর করতাম। বাবা ফ্যাল ফ্যাল করে তাকিয়ে হাসত। সেই হাসিটাও এক বছর দেখি না।
গত বছরের ডিসেম্বরে মারা যান চঞ্চল চৌধুরীর বাবা রাধা গোবিন্দ চৌধুরী। তিনি ছিলেন একজন শিক্ষক। পরিচিত ছিলেন দুল মাস্টার নামে।