ক্লাব ফুটবলে ম্যানচেস্টার সিটির জয়রথ থামছেই না। গত মৌসুমে ট্রেবল জয়ের পর এবার আরও এক শিরোপা জয় করে নিল প্রিমিয়ার লিগের দলটি। ব্রাজিলিয়ান ক্লাব ফ্লুমিনেন্সকে উড়িয়ে গতকাল ফিফা ক্লাব বিশ্বকাপের শিরোপা জিতে নিয়েছে জুলিয়ান আলভারেজরা আর এতে করে পেপ গার্দিওলার অধীনে সব ধরণের শিরোপা জয় পূর্ন হল ইংলিশ ক্লাবটির।
কোচ হিসেবে গার্দিওলা এর আগেও তিনবার জিতেছেন ক্লাব বিশ্বকাপের শিরোপা। দুইবার বার্সেলোনা এবং একবার বায়ার্ন মিউনিখের হয়ে। তবে সিটির হয়ে এ শিরোপা জয় করতে পারেননি তিনি। অবশেষে সেটাও পূর্ন হলো। সেই সাথে সিটিজেনদের ট্রফি কেসে যুক্ত হলো আরও এক নতুন ট্রফি।
ফ্লুমিনেন্সের বিপক্ষে কাল ক্লাব বিশ্বকাপের ফাইনালে বড় এক জয়ই তুলে নিয়েছে সিটি। বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন তারকা আলভারেজের জোড়া গোলে ব্রাজিলের ক্লাবটিকে উড়িয়ে দিয়েছে ৪-০ গোলে। এ শিরোপা জয়ের মাধ্যমে একমাত্র কোচ হিসেবে চারবার এ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার রেকর্ড গড়েছেন গার্দিওলা। এ তালিকায় দুইয়ে আছেন রিয়াল মাদ্রিদের কোচ কার্লো আনচেলত্তি।
শিরোপা জয়ের ম্যাচে প্রথম মিনিটেই সিটিকে এগিয়ে দেন বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন তারকা আলভারেজ। তার গোলেই খেলা শুরু হতেই এক গোলের লিড পায় সিটি। এরপর ম্যাচের ২৫ মিনিটের সময় নিজেদের জালেই বল পাঠান ফ্লুমিনেন্সের ডিফেন্ডার ও অধিনায়ক নিনো।
প্রথমার্ধে দুই গোলের লিড পাওয়া সিটি শেষ পর্যন্ত ম্যাচ শেষ করেছে ব্যবধান দ্বিগুণ করে। ম্যাচের ৭২ মিনিটে সিটির হয়ে দ্বিতীয় গোলটি করেন ফিল ফোডেন। আর সিটিজেনদের প্রথম গোলের নায়ক ম্যাচের একেবারে শেষদিকে ৮৮ মিনিটের সময় করেন আরও এক গোল। ফলে ৪-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে প্রিমিয়ার লিগের দলটি। সেই সাথে প্রথমবারের মত জিতে নেয় ফিফা ক্লাব বিশ্বকাপের শিরোপা।