ইংল্যান্ড জাতীয় দলে বর্তমানে নিয়মিত না থাকায় ফ্রাঞ্চাইজি ক্রিকেট দাপিয়ে বেড়াচ্ছেন অলরাউন্ডার টম কারান। অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত বিগ ব্যাশে খেলছেন তিনি। সিডনি সিক্সার্সের হয়ে খেলা এই তারকা ম্যাচের আগে ওয়ার্মআপের সময় আম্পায়ারকে ‘ভয় দেখানোর’অপরাধে বিগ ব্যাশ লিগে ৪ ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন।
ক্রিকেট অস্ট্রেলিয়া তাদের বিবৃতিতে বলেছে,আম্পায়ার এরপর স্টাম্পের পাশে অবস্থান নেন, কারানকে পিচের দিকে আসতে বাধা দেন এবং পিচ থেকে সরে যেতে বলেন। ভিডিও ফুটেজে দেখা গেছে, কারান এরপর আম্পায়ারকে পিচ থেকে সরে যাওয়ার ইঙ্গিত করেন।
এরপর কোড অব কন্ডাক্টের ২.১৭ ধারা ভাঙার অভিযোগ আনা হয় কারানের বিপক্ষে। যে ধারায় ‘আম্পায়ার, ম্যাচ রেফারি, মেডিকেল ব্যক্তিত্বকে কোনো ভাষা বা আচরণের মাধ্যমে ভীতি দেখানো বা ভীতি দেখানোর প্রচেষ্টা’র কথা বলা আছে। এ অভীযোগ স্বীকার না করে শুনানিতে অংশ নেন কারান। তবে তাঁকে দোষী সাব্যস্ত করা হয়। শাস্তি হিসেবে তাঁকে চারটি ‘সাসপেনশন পয়েন্ট’ দেওয়া হয়েছে। কারানের চার ম্যাচের নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিল করবে তাঁর দল সিডনি সিক্সার্স।