হবিগঞ্জ শহরে দুইপক্ষের সংঘর্ষ থামাতে গিয়ে শৈলেশ বর্মন (৭০) নামে এক লন্ড্রি ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ৫ জন আহত হন। বুধবার (২০ ডিসেম্বর) সকালে শহরের নাতিরাবাদ এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
এলাকাবাসী ও পুলিশ জানায়, শহরের নাতিরাবাদ এলাকার আব্দুল রশিদ ও একই এলাকার রঞ্জিত বর্মন তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এসময় সংঘর্ষ থামাতে গিয়ে শৈলেশ বর্মন নিহত হন। হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসক ফাতেমা আক্তার নিশি তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত শৈলেশ বর্মনের ছেলে স্বপ্ন বর্মন বলেন, আব্দুল রশিদ ও রঞ্জিত বর্মন তুচ্ছ ঘটনা নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় সংঘর্ষ থামাতে গিয়ে আমার বাবাকে আব্দুল রশিদ ধাক্কা দিয়ে আহত করে। পরে তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আমি আমার বাবার হত্যার বিচার চাই।
হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় চন্দ্র দেব বলেন, মরদেহ সুরতহালের পর ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।