চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) একটি প্রকল্পে অনিয়ম খতিয়ে দেখতে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) দুদকের একটি টিম এ অভিযান পরিচালনা করে। এতে নেতৃত্ব দেন দুদক চট্টগ্রামের সহকারী পরিচালক এনামুল হক।
দুদক সূত্র জানায়, ২০১৯ সালে জাইকা কর্তৃক লাইটিং এবং বৈদ্যুতিক পুলের একটি প্রজেক্ট নেওয়া হয়েছিল। এটির বিষয়ে সুনির্দিষ্ট অভিযোগে দুদক অভিযান পরিচালনা করে। অভিযানে দুদক টিম চসিকের বিদ্যুৎ উপ-বিভাগের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক প্রকৌশলী ঝুলন কুমার দাসের ৪১৬ নম্বর রুমে বিভিন্ন নথিপত্র যাচাই করেছেন। পরে ঝুলন দাশকে নিয়ে দুদকের টিম নির্বাহী প্রকৌশলী তাসমিয়া তাহসিনের রুমে (৩০৩ নম্বর কক্ষ) যান।
দুদকের সহকারী পরিচালক এনামুল হক আরও বলেন, একটি প্রকল্পের কাগজপত্র যাচাই করা হয়েছে। কিন্তু কিছু কাগজপত্র পাওয়া যায়নি। সংশ্লিষ্ট কর্মকর্তারা এটার কোনো সদুত্তর দিতে পারেননি। যেসব অসামঞ্জস্যতা দেখা গেছে সেগুলো আমরা খতিয়ে দেখব। তারপর প্রতিবেদন দুদক প্রধান কার্যালয়ে পাঠানো হবে। সেখান থেকে দেওয়া নির্দেশনা মোতাবেক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।