‘বিএনপির ভাইয়েরা, যদি নৌকায় ভোট দিতে ইচ্ছা না করে, তাহলে কেন্দ্রে যাওয়ার দরকার নেই। কারণ, আমরা আওয়ামী লীগের দুইটা প্রার্থী, আমরাই ভোট দিয়ে যাকে মনোনীত করি, তিনিই আমাদের এমপি হবেন।’ এমন বক্তব্য দিয়ে ভাইরাল হয়েছেন টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ফতেপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবদুর রউফ। গত রোববার ফতেপুর উত্তরপাড়া মসজিদ কমিটির ওয়াজ মাহফিলে এ বক্তব্য দেন তিনি। মঙ্গলবার থেকে তাঁর ওই বক্তব্য অনলাইনে ঘুরছে।
চেয়ারম্যান আবদুর রউফ ফতেপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি পদেও রয়েছেন। তাঁর ওই বক্তব্যে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন হওয়ায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যায় এ জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমান।
ওই মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান আবদুর রউফ বলেন, ‘দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি নির্বাচনে আসেনি, খালি আওয়ামী লীগ নির্বাচনে আসছে। আওয়ামী লীগ মনোনীত প্রার্থী খান আহমেদ শুভ। আরেকজন বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী দাঁড়িয়েছেন। জননেত্রী শেখ হাসিনা যাঁকে নৌকা প্রতীক দিয়েছেন, তিনি যদি এমপি হন তাহলে আমি এই গ্রামে অনেক কাজ করতে পারব।’
বিষয়টি নিয়ে উপজেলা বিএনপির সহসভাপতি আমীর হোসেন লেবু বলেন, ‘রউফ চেয়ারম্যানের বক্তৃতায় ইউনিয়নবাসীর মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।’
জানতে চাইলে ইউপি চেয়ারম্যান আবদুর রউফ বলেন, ‘আমার বক্তব্য এডিট (সম্পাদনা) করে প্রচার করা হয়েছে।’
টাঙ্গাইল জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা কায়ছারুল ইসলামের ভাষ্য, ইউপি চেয়ারম্যান আবদুর রউফের বক্তৃতার বিষয়ে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী খান আহমেদ শুভ বলেন, চেয়ারম্যান আবদুর রউফের বক্তব্য সম্পূর্ণ তাঁর নিজের। এর দায় তাঁর।