প্রথম ইনিংসে জিম্বাবুয়ের টপঅর্ডারকে গুঁড়িয়ে দিয়েছিলেন তিনিই। দ্বিতীয় ইনিংসেও বল হাতে আগুন ঝরালেন হাসান আলি। তার আগুনে গোলায় পুড়ল জিম্বাবুয়ে। হারেরেতে সিরিজের প্রথম টেস্টে পাকিস্তানের কাছে তিনদিনেই এক ইনিংস এবং ১১৬ রানের বড় ব্যবধানে হেরেছে স্বাগতিকরা।
প্রথম ইনিংসে হাসান আলি আর শাহীন শাহ আফ্রিদির তোপে ১৭৬ রানে গুটিয়ে গিয়েছিল জিম্বাবুয়ে। হাসান আর আফ্রিদি দুজনই নেন ৪টি করে উইকেট। জিম্বাবুয়ের পক্ষে ব্যাট হাতে যা একটু লড়াই করেন অভিষিক্ত রয়া কায়া (৪৮)।
জবাবে পাকিস্তান প্রথম ইনিংসে অলআউট হয় ৪২৬ রানে। ফাওয়াদ আলম একাই খেলেন ১৪০ রানের ইনিংস। এছাড়া দুই ওপেনার ইমরান বাট ৯১ আর আবিদ আলি করেন ৬০ রান। জিম্বাবুইয়ান বোলারদের মধ্যে ব্লেসিং মুজারবানি ৭৮ রানে ৪টি আর ডোনাল্ড তিরিপানো ৮৯ রানে শিকার করেন ৩ উইকেট।
২৫০ রানের বড় ব্যবধানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে খেলতে নামে জিম্বাবুয়ে। একটা সময় ২ উইকেটেই ৯২ রান তুলেছিল স্বাগতিকরা। কিন্তু তারাসাই মুসাকান্দা ব্যক্তিগত ৪৩ রানে রানআউট হওয়ার পরই মরক লেগে যায় তাদের ইনিংসে।
৪২ রানের মধ্যে শেষ ৮ উইকেট হারিয়ে ১৩৪ রানেই গুটিয়ে যায় জিম্বাবুয়ের দ্বিতীয় ইনিংস। তিন ব্যাটসম্যানকে বোল্ড করাসহ মাত্র ৩৬ রান দিয়ে ৫ উইকেট নেন হাসান আলি। ২৭ রানে ২ উইকেট শিকার নোমান আলির।