কক্সবাজারের টেকনাফে ইয়াবা কেনাবেচার জেরে দুই যুবককে অপহরণ করে ৪ দিন শেকলবন্দি করে রেখে ২২ লাখ টাকা মুক্তিপণ দাবি করে একটি চক্র।
খবর পেয়ে পুলিশ সোমবার (১১ ডিসেম্বর) মধ্যরাতে বন্দি দুই যুবককে উদ্ধার করে। এসময় অপহরণকারী চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
উদ্ধার হওয়া দুই যুবক হলেন- কক্সবাজারের উখয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের মালভিটা গ্রামের মো. ইদ্রিসের ছেলে মো. জাহাঙ্গীর আলম (২৫) ও একই ইউনিয়নের শিকদার বিল গ্রামের মঞ্জুর আলমের ছেলে নুরুল আমিন (২৫)।
গ্রেফতার যুবক ওমর ফারুক (২২) টেকনাফ পৌরসভার ডেইলপাড়ার বশির আহমদের ছেলে।
টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ওসমান গনি জানিয়েছেন, টানা ৮ ঘণ্টার অভিযানে তথ্য প্রযুক্তির সহায়তায় সোমবার মধ্যরাতে টেকনাফ সদর ইউনিয়নের রাজারছড়া এলাকার জাগির আহমদের বসতঘর থেকে শিকলবন্দি দু’জনকে উদ্ধার করা হয়। এসময় চক্রের আট সদস্যের মধ্যে সাতজন পালিয়ে যায়। বাকি একজনকে গ্রেফতার করা হয়।
ওসি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার যুবক স্বীকার করেছে মাদক লেনদেনের জন্য এমন অপহরণের ঘটনাটি ঘটেছে। এ ব্যাপারে টেকনাফ থানায় নিয়মিত মামলা হয়েছে। মামলার এজাহারভুক্ত পালাতক অপর ৭ জনকে গ্রেফতারে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে বলে জানান তিনি।