ঈদের আগেই গণপরিবহন চালুর ইঙ্গিত দিয়েছেন সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। রবিবার থেকে গণপরিবহন চালু করতে যে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে পরিবহন মালিক-শ্রমিকরা তার পরিপ্রেক্ষিতে এ কথা বলেন মন্ত্রী।
শনিবার (১ মে) নিয়মিত ব্রিফিংয়ে ওবায়দুল কাদের বলেছেন ‘লকডাউনের পর জনস্বার্থের কথা বিবেচনায় রেখে সরকার ঈদের আগে গণপরিবহন চালুর ব্যাপারে চিন্তাভাবনা করছে। বিক্ষোভে না গিয়ে আপনারা ধৈর্য্য ধরুন’।
স্বাস্থ্যবিধি মেনে অর্ধেক আসন ফাঁকা রেখে গণপরিবহন চালুর দাবিতে রবিবার (২ মে) সারাদেশে বিক্ষোভ কর্মসূচি দিয়েছেন সড়ক পরিবহন শ্রমিকরা। শুক্রবার (৩০ এপ্রিল) জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের এক সংবাদ সম্মেলন থেকে এ কর্মসূচি দেওয়া হয়।
দেশে করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে শুরুতে ৫ থেকে ১১ এপ্রিল সাতদিনের বিধিনিষেধ ঘোষণা করে সরকার। শুরুতে গণপরিবহন বন্ধ রাখা হলেও পরে মহানগরগুলোতে চলাচলের অনুমতি দেয়া হয়। পরে ১৪ থেকে ২১ এপ্রিল কঠোর বিধিনিষেধসহ আরোপ করা হয়। বিশেষজ্ঞদের পরামর্শে যা আরও এক সপ্তাহ অর্থাৎ ২৮ এপ্রিল পর্যন্ত বাড়ায় সরকার। সেটা শেষ হলে আবারও সাত দিন বাড়িয়ে বিনিনিষেধ ৫ মে পর্যন্ত করে সরকার। এই সময়ে গণপরিবহন বন্ধ আছে।