ব্যবসা প্রতিষ্ঠানে ইলেকট্রনিক ফিসক্যাল ডিভাইস বা ইএফডি মেশিন স্থাপন করার সুফল পাওয়া শুরু করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। আগে যেসব ব্যবসা প্রতিষ্ঠান মাসে পাঁচ থেকে ছয় হাজার টাকা ভ্যাট দিত, ইএফডি বসানোর পর ভ্যাট বেড়ে ৫০ হাজার টাকা হয়েছে।
বুধবার (৬ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে রাজস্ব ভবনে ন্যাশনাল ভ্যাট ডে উপলক্ষ্যে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে এনবিআর সদস্য ড. মইনুল খান এসব কথা বলেন।
মইনুল খান বলেন, এখন পর্যন্ত সাড়ে ১৮ হাজার মেশিন স্থাপন করা হয়েছে। চলতি অর্থবছরের মধ্যে মোট ৬০ হাজার স্থাপন করা হবে। ইএফডি মেশিনের সঙ্গে এনবিআরের সার্ভারের সংযোগ থাকে, ফলে যে কোনো বিক্রির তথ্য ইএফডি মেশিনে ইনপুট দিলে এনবিআরের কাছে তথ্য চলে যায়। এ কারণে ক্রেতার কাছ থেকে আদায় করা ভ্যাট ফাঁকি দেওয়ার সুযোগ থাকে না।
অবশ্য কোনো বিক্রির তথ্য সেখানে ইনপুট না দিলে, এ তথ্য জানার সুযোগ থাকে না এনবিআরের পক্ষে, যা এনবিআরের জন্য সঠিক রাজস্ব আদায়ে বড় চ্যালেঞ্জ বলে মনে করা হচ্ছে। এই চ্যালেঞ্জ মোকাবিলায় বেসরকারি কোম্পানিকে নিয়োগ দিয়েছে এনবিআর।
মইনুল খান বলেন, সম্প্রতি আমদানি কমে গেছে। যা প্রায় ৩০ শতাংশ। এরপরও গত পাঁচ মাসে ভ্যাট আদায়ের প্রবৃদ্ধি ১৭ শতাংশ। মনিটরিং ও নেট বাড়ানোর কারণে এ অগ্রগতি হয়েছে।
চলমান রাজনৈতিক অস্থিরতার কারণে রাজস্ব আদায়ে কোনো ঝুঁকি রয়েছে কিনা, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, রাজনৈতিক অস্থিরতা কিছু পজিটিভ ইমপ্যাক্টও আছে। যেমন : সিগারেট, সফট ড্রিঙ্কস বিক্রি বেড়েছে।
আগামী ১০ ডিসেম্বর জাতীয় ভ্যাট দিবস। এবারের ভ্যাট দিবসের স্লোগান, ‘অমরা ভ্যাট দেব, কেনার সময় ইনভয়েজ নেব’। ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ, ২০২৩ পালনকালে মাঠ পর্যায়ে করদাতাদের নিবন্ধন, রিটার্ন, ই-পেমেন্ট, এ চালানে পেমেন্ট, ক্রয়-বিক্রয়ের হিসাব সংরক্ষণ, চালানপত্র ইস্যু, ইএফডি বা এসডিসি মেশিন ব্যবহার ইত্যাদি ক্ষেত্রে সরাসরি সার্কেল, বিভাগ ও কমিশনারেট হতে বিশেষ সেবা প্রদান করা হবে।