দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কয়টি দল ভোটে এসেছে এবং প্রার্থী কতজন নির্বাচন কমিশনের কাছে তা জানতে চেয়েছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচনী বিশেষজ্ঞ দলের সদস্যরা।
নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ এই তথ্য জানিয়ে বলেন, ইইউর বিশেষজ্ঞ টিমের সদস্যরা সব বিষয় পর্যবেক্ষণ করবেন। নির্বাচনপূর্ব ও নির্বাচনপরবর্তী বিষয়গুলো অবজার্ভ করবেন।
ইইউ প্রতিনিধি দল হরতাল-অবরোধের বিষয়ে জানতে চেয়েছে কি? এই প্রসঙ্গে অশোক কুমার দেবনাথ বলেন, হরতাল ও অবরোধের বিষয়ে তারা বলেনি। এরা সবাই নির্বাচনী এক্সপার্ট। ভোট উৎসব হবে কি না এই বিষয়ে তারা জানতে চায়নি। কয়টি দল ভোটে এসেছে এবং ভোটের প্রার্থী কতজন হয়েছে তা জানতে চেয়েছে।
ইসির অতিরিক্ত সচিব বলেন, তারা সব বিষয় পর্যবেক্ষণ করবে। নির্বাচনপূর্ব ও নির্বাচনপরবর্তী বিষয়গুলো অবজার্ভ করবে। কোড অব কন্ডাক্টের কোনো ভায়োলেন্স হচ্ছে কি না এগুলো দেখবে। আইনগুলো সব বাংলায়, এগুলো ইংরেজিতে করে দিতে অনুরোধ করেছে। সেটা করা হবে। তারা দেশব্যাপী ঘুরবে। তাদের সদস্য সংখ্যা সামনে বাড়তে পারে।
ইইউ বিশেষজ্ঞ দলের সঙ্গে বৈঠক প্রসঙ্গে তিনি বলেন, কমিশনের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের বিশেষজ্ঞ দল বসতে চেয়েছিল। এজন্য তাদের সঙ্গে আজ বৈঠক করেছি। তারা ২৩ জানুয়ারি পর্যন্ত বাংলাদেশে থাকবে। এই সময়ে ইইউ প্রতিনিধি দল দেশব্যাপী ঘুরে সহিংসতাসহ নানা বিষয় পর্যবেক্ষণ করবে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অশোক কুমার বলেন, আওয়ামী লীগের মহাসমাবেশ নিয়ে আমরা এখনো চিঠি পাইনি। চিঠি পেলে বিষয়টি দেখব। আইন অনুযায়ী সমাবেশ করতে রিটার্নিং কর্মকর্তার অনুমতি লাগবে।