‘চীনের আয়োজকরা জানিয়েছেন, আমরা যেন বাংলা সিনেমা সেখানে মুক্তি দিই। চীন ব্যবসায়িক বা কনস্ট্রাকশনগতভাবে বাংলাদেশের সঙ্গে জড়িত। তাছাড়া এখন বাংলাদেশে উন্নতমানের ছবি হচ্ছে, যার সঙ্গে তারা থাকতে চায়।’—চীন সরকার আয়োজিত ‘মাইক্রো ফিল্ম ফেস্টিভ্যাল’ থেকে ঘুরে এসে কথাগুলো বললেন জনপ্রিয় নির্মাতা রায়হান রাফী। বাংলাদেশ শিল্পকলা একাডেমির মাধ্যমে দেশটির কুমমিং সিটিতে আমন্ত্রণ পান এই নির্মাতা। সরকারি পৃষ্ঠপোষকতায় প্রায় ৭ দিন দেশটির বিভিন্ন জায়গা ঘুরে দেখানো হয় তাদের। সেই সঙ্গে বিভিন্ন দেশের চলচ্চিত্র প্রদর্শনীর ব্যবস্থা ছিল।
রাফী জানান, এই আমন্ত্রণ তার জন্য ছিল অত্যন্ত সম্মানের। তিনি বলেন, ‘ওখানে দেখলাম হিন্দি সিনেমার বিশাল মার্কেট আছে। তবে সেখানে অনেক বেশি ভারতীয়রা থাকেন এমনটা নয়। সেখানে হিন্দি সিনেমা চাইনিজ ডাবিং বা সাবটাইটেল করে প্রদর্শন হয়। আমাদের দেশেও সুড়ঙ্গ, প্রিয়তমা, পরাণ-এর মতো ভালো সিনেমা হচ্ছে। এ সিনেমাগুলো দেশের বাইরেও দর্শক উপভোগ করছে। আমার বিশ্বাস আগামীতে চীনে মুক্তি দিলেও ভালো চলবে।’