বিশ্বকাপের আগে ঘরের মাঠে নিউজিল্যান্ড সিরিজে সবশেষ বাংলাদেশের জার্সিতে মাঠে নেমেছিলেন তামিম ইকবাল। এরপর বিশ্বকাপে খেলার কথা থাকলেও শেষ পর্যন্ত আর দলে জায়গা হয়নি দেশসেরা এই ওপেনারের। তামিম আবার কবে মাঠে ফিরবেন বা জাতীয় দলের জার্সিতে আর খেলবেন কিনা এ নিয়েও ছিল অনেক জল্পনা-কল্পনা। এসব নিয়েই আজ তামিম বৈঠোকে বসেছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের বাসায়। দুজনের এই বৈঠোক শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন পাপন, জানিয়েছেন ক্রিকেট বোর্ডে তার ভবিষ্যতের কথাও।
দেশের জার্সিতে তামিম আর মাঠে ফিরবেন কি না- তা এখনই জানা যাবে না। আজ দেশসেরা ওপেনারের সঙ্গে বৈঠকের পর বোর্ড সভাপতি জানিয়েছেন, বিপিএল শেষ হলেই এ ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে।
পাপন বলেন, ‘বিপিএলের পর তামিমের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। তার আগে সে ফিরবে না।’
এদিকে সভাপতি হিসেবে মেয়াদ শেষের দিকে এমন প্রসঙ্গ টেনে নিজের দায়িত্ব ছাড়ার কথা বলেছেন পাপন। তবে এর আগে কিছু কঠিন সিদ্ধান্ত নেবেন বলেও জানিয়েছেন তিনি। l
যাওয়ার আগে টিমটাকে ঠিক করে দিয়ে যাবেন জানিয়ে পাপন বলেন, ‘এই টার্ম তো আর বেশিদিন নাই। আমি আর বেশিদিন নাই। আমার প্ল্যান হচ্ছে, আর একটা বছর আছে। এবং এর মধ্যে যাওয়ার আগে অবশ্যই টিমকে ঠিক করে যাব। সেটা ঠিক হবে কিনা আমি জানিনা। আমি যেটা মনে করি, এটা করা দরকার, সেটা যদি অনেক কঠিন সিদ্ধান্তও হয়, সেটাও নিব।’