দেশের নয় হাজার ১৮৭টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এবছর এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেন। তবে অন্যান্য বছরের মতো এবারও কিছু প্রতিষ্ঠানের শতভাগ শিক্ষার্থী পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। কোনো কোনো প্রতিষ্ঠানে আবার কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি।
এবারের পরীক্ষায় ৯৫৩টি প্রতিষ্ঠানের সব শিক্ষার্থী পাস করেছেন। গতবার এই সংখ্যা ছিল এক হাজার ৩৩০। শতভাগ ফেলের হিসেবে গত বছর ৫০টি ছিল। এবার ৪২টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে কোনো শিক্ষার্থী পাস করতে পারেননি।
তথ্যমতে, এবার এইচএসসি ও সমমান পরীক্ষায় ৯২ হাজার ৫৯৫ শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন। গত বছর অর্থাৎ ২০২২ খ্রিষ্টাব্দে জিপিএ-৫ পেয়েছিলেন এক লাখ ৭৬ হাজার ২৮২ জন। গতবারের তুলনায় এবার এইচএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ কমেছে।
গতবারের তুলনায় ৮৩ হাজার ৬৮৭ জন কম পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন।
এবার এইচএসসি ও সমমানে সব বোর্ডে পাসের হার ৭৮ দশমিক ৬৪ শতাংশ। গতবার মোট পাসের হার ছিল ৮৫ দশমিক ৯৫ শতাংশ।