ওয়ানডে বিশ্বকাপে হতাশাজনক পারফর্ম্যান্স করেছে বাংলাদেশ। টাইগাররা একের পর এক ম্যাচ হেরে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার যোগ্যতাও হারাতে বসেছিল। পরাজিত হয়েছিল নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচেও। তবে শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন্স ট্রফির টিকিট নিশ্চিত হয়েছে। বৈশ্বিক আসরে ভরাডুবির পর বিদায় নিয়েছেন লাল-সবুজ দলের বেশ কয়েকজন কোচ। আর এবার এলো আরও এক দুঃসংবাদ, জাতীয় দলের স্পন্সর হারিয়েছে বিসিবি।
২০২১ সালে স্পন্সর হিসেবে বিসিবির সঙ্গে চুক্তি করেছিল দেশের অন্যতম জনপ্রিয় ই-কমার্স প্ল্যাটফর্ম দারাজ। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল (পুরুষ এবং নারী), অনূর্ধ্ব-১৯ দল এবং বাংলাদেশ ‘এ’ দল ছিল দারাজের স্পন্সরশীপের আওতায়। প্রতিষ্ঠানটির সাথে বিসিবির চুক্তির মেয়াদ ছিল এ বছরের ৩০ নভেম্বর পর্যন্ত। তবে এর আগেই প্রতিষ্ঠানটি স্পন্সরশীপ থেকে সরে দাঁড়িয়েছে বলে জানা গেছে।
সেই প্রতিবেদনে বলা হয়েছে, স্পন্সর চলে যাওয়ায় চার-পাঁচ কোটি টাকা ক্ষতির মুখে পড়েছে বিসিবি। এদিকে বাংলাদেশ দলের অনুশীলনের কিছু ভিডিও ফুটেজে দেখা যায় ক্রিকেটারদের জার্সিতে কোনো স্পন্সর প্রতিষ্ঠানের নাম নেই।
আর একদিন পরই শুরু হচ্ছে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ। এই সিরিজের প্রথম ম্যাচটি আয়োজিত হবে সিলেটে এবং শেষ ম্যাচটি হবে মিরপুরে। সাদা পোশাকের এই সিরিজের পর নিউজিল্যান্ড সফরে যাবে বাংলাদেশ। সেখানে সমান ৩ ম্যাচের ওয়ানডে এবং টি-টোয়েন্ট সিরিজ খেলবে দুই দল।