বিশ্বকাপ শেষে এবারের আসরে ক্রিকেটারদের পারফর্ম্যান্স বিবেচনা করে সেরা একাদশ বানিয়েছেন এই ইংলিশ পেসার। তবে সেরা একাদশ সাজানোর ক্ষেত্রে একটি পদ্ধতি অনুসরণ করেছেন অ্যান্ডারসন। সামগ্রিকভাবে ক্রিকেটারদের অয়ারফর্ম্যান্সের ভিত্তিতে একাদশ না সাজিয়ে তিনি প্রতি দল থেকেই একজনকে নিয়ে একাদশ সাজিয়েছেন। সেই হিসাবে টাইগারদের মধ্য থেকে আছেন রিয়াদ। শুধুমাত্র ভারত থেকেই দুইজন ক্রিকেটার জায়গা পেয়েছে তার এই একাদশে।
এবারের আসরে ব্যাট হাতে উজ্জ্বল ছিলেন রিয়াদ। টুর্নামেন্ট শুরুর আগে যখন তিনি দলে থাকবেন কিনা তা নিয়ে অনিশ্চয়তা ছিল সেখানে এবারের আসরে টাইগারদের মধ্যে একমাত্র ধারাবাহিক ছিলেন মাহমুদউল্লাহ। ৭ ইনিংসে ব্যাট হাতে তিনি করেছেন ৩২৮, এবারের আসরে লাল-সবুজ দলের হয়ে একমাত্র শতকটিও এসেছে তার ব্যাট থেকেই।
অ্যান্ডারসনের একাদশ:
ডেভিড মালান (ইংল্যান্ড), রাচিন রবীন্দ্র (নিউজিল্যান্ড), বিরাট কোহলি (ভারত), মোহাম্মদ রিজওয়ান (পাকিস্তান), হাশমতউল্লাহ শহীদি (আফগানিস্তান), মাহমুদ উল্লাহ রিয়াদ (বাংলাদেশ), স্কট এডওয়ার্ডস (নেদারল্যান্ডস), দিলশান মাদুশঙ্কা (শ্রীলঙ্কা), জেরাল্ড কোয়েটজি (দক্ষিণ আফ্রিকা), অ্যাডাম জাম্পা (অস্ট্রেলিয়া) ও মোহাম্মদ সামি (ভারত)।