ঘূর্ণিঝড় মিধিলির প্রভাবে বঙ্গোপসাগরে নিখোঁজ ৩৯ জন জেলের মধ্যে ১৪ জনের সন্ধান মিলেছে। তারা সবাই নিখোঁজ এফবি তামান্না নামের ট্রলারের জেলে। সন্ধান পাওয়া জেলেরা বরগুনার পাথরঘাটা উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।
রোববার (১৯ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে শনিবার বিকেলে এফবি এলাহী ভরসা এবং এফবি তামান্না নামের দুটি ট্রলারসহ ৩১ জন জেলে ও ডুবে যাওয়া এফবি মায়ের দোয়া ট্রলারের ৮ জন জেলে নিখোঁজের বিষয়টি নিশ্চিত করেন মৎস্যজীবী ট্রলার মালিক সমিতি।
খোঁজ নিয়ে জানা যায়, শনিবার রাত সাড়ে ১০টার দিকে নিখোঁজ ৩৯ জন জেলের ১৪ জেলে পাথরঘাটায় ফিরে আসেন। তারা সবাই এফবি তামান্না নামের ট্রলারটিতে মাছ শিকার করতে সাগরে গিয়েছিলেন। ঘূর্ণিঝড়ের কবলে পড়ে তারা সুন্দর বনে আশ্রয় নিলেও তাদের ট্রলারটি ডুবে গেছে বলে জানান তারা।
এ বিষয়ে জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, এফবি এলাহী ভরসা নামের ট্রলারটিসহ ট্রলারের ১৭ জেলে এবং ডুবে যাওয়া এফবি মায়ের দোয়া ট্রলারের ৮ জেলে এখনো নিখোঁজ রয়েছেন। তাদের সন্ধান পেতে মালিক সমিতির পক্ষ থেকে দুটি ট্রলার সাগরে আছে। এছাড়া আরও একটি ট্রলার সাগরে পাঠানোর প্রস্তুতি চলছে।