ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির অব্যবস্থাপনা দূরীকরণের দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীদের একটি অংশ।
বুধবার (১৫ নভেম্বর) বেলা ১১টায় কেন্দ্রীয় লাইব্রেরির সামনে এই কর্মসূচি পালন করে তারা।
মানববন্ধনে শিক্ষার্থীদের ’পড়তে চাই, পড়তে দাও,’ ‘বহিরাগত মুক্ত লাইব্রেরি চাই’ লেখা সম্বলিত প্ল্যাকার্ড হাতে ’এক দফা এক দাবি-নিরাপদ লাইব্রেরি’ স্লোগান দিতে দেখা যায়।
সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে আয়োজিত মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, লাইব্রেরিতে পড়ার মতো শিক্ষার্থীদের পর্যাপ্ত জায়গা নেই। লাইব্রেরিতে টেবিল কেনা হয় না। মল চত্ত্বরে পার্ক বানানো হচ্ছে। আমাদের বলা হয়েছে বিভাগের সেমিনারগুলোতে পড়তে। কিন্তু অনেক বিভাগেই পড়ার জায়গা নেই। আবার আমাদের বলা হয়েছে ছুটির দিনগুলোতে এসব সেমিনার খোলা রাখা হবে। কিন্তু আদতে তার কোনো বাস্তবায়ন নেই।
আন্দোলনকারী শিক্ষার্থীরা আরও বলেন, লাইব্রেরির সামনে শিক্ষার্থীদের সাইকেল হারায়। আমরা প্রতিদিন এখানে ১৫ শ থেকে ২ হাজার ছাত্র লাইব্রেরিতে পড়াশোনা করি। কিন্তু তার বিপরীতে এখানে ওয়াশরুম মাত্র ১৮টি। টিসিবির লাইনের মতো ওয়াশরুমের সামনে দাঁড়িয়ে থাকতে হয়। অনেকবার এ বিষয়ে বলা হলেও কোনো পদক্ষেপ নেওয়ার লক্ষণ নেই। তাই বাধ্য হয়ে আমরা মানববন্ধন করতে বাধ্য হয়েছি। প্রশাসনের কাছে অনুরোধ আমাদের পড়ার টেবিলে ফিরে যেতে দিন।
বিক্ষোভ সমাবেশের একপর্যায়ে আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন তাদের সমস্যার কথা শোনেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়ন।