মানুষের জন্য গান করেন কণ্ঠশিল্পী ফারজানা ওয়াহিদ সায়ান। সুরে বাঁধেন মানবতার গল্প। এবারও তার ব্যতিক্রম হয়নি। চলমান ফিলিস্তিন-ইসরায়েল যুদ্ধে মানবেতর জীবন কাটাচ্ছে ফিলিস্তিনের মানুষজন। বিষয়টি নাড়িয়ে দিয়েছে তাকে। সায়ান কণ্ঠে তুলেছেন, ‘আমার নাম প্যালেস্টাইন’ শিরোনামের একটি গান।
মঙ্গলবার (১৪ নভেম্বর) রাতে সামাজিক মাধ্যমে গানটির একটি ঝলক প্রকাশ করেছেন তিনি। সেইসঙ্গে বলেছেন, প্যালেস্টাইনের পক্ষের মানুষ আমি । আমার অস্তিত্বের ভেতরে প্যালেস্টাইনের অস্তিত্ব মুক্ত, স্বাধীন এবং স্থায়ী । এই ধরণীর বুকে তাকে স্বাধীনতার মর্যাদা দেবার সংগ্রামে আপনাদের সবাইকে স্বাগত জানাই।
এর আগে স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদকে নিয়ে গান বেঁধেছিলেন সায়ান। নিজের সোশ্যাল হ্যান্ডেলেই প্রকাশ করেছিলেন গানটি। প্রশংসিত হয়েছে সে গান।