ঢাকাসহ সারাদেশে আইনশৃঙ্খলা বাহিনীর গ্রেফতার অভিযানকে ‘স্বৈরশাসকের’ চূড়ান্ত পতনের ইঙ্গিত দাবি করে ১২ দলীয় জোটের শীর্ষ নেতারা বলেছেন, ‘সরকার গণগ্রেফতার করে শান্তিতে থাকতে বা ঘুমাতে পারবেন না! মনে রাখবেন আমরা আওয়ামী লীগ সরকারের পতনের লক্ষ্যে আন্দোলন করে যাচ্ছি। চূড়ান্ত বিজয় না হওয়া পর্যন্ত রাজপথ হবে আমাদের ঘরবাড়ি এবং কারাগার হবে আমাদের ঠিকানা। কিন্তু ১২ দলীয় জোট কোনো অন্যায়ের কাছে মাথা নত করবে না ইনশাল্লাহ।’
সোমবার (১৩ নভেম্বর) দুপুরে রাজধানীর বিজয়নগর পানির ট্যাংকের সামনে অবরোধের সমর্থনে বিক্ষোভ মিছিল শেষে এসব কথা বলেন নেতারা।
নেতৃবৃন্দ আরও বলেন, ১২ দলীয় জোটের প্রধান সমন্বয়ক ও বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান এহসানুল হুদাসহ বিএনপি-জামায়াতের বন্দি নেতাকর্মীদের অবিলম্বে মুক্তি দিন অন্যথায় পতনের চূড়ান্ত আওয়াজ গণভবনে পৌঁছাবে।
বিক্ষোভ মিছিলে বক্তব্য দেন জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সিনিয়র সহ-সভাপতি রাশেদ প্রধান, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান লায়ন ফারুক রহমান, বাংলাদেশ কল্যাণ পার্টির ভাইস চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, অতিরিক্ত মহাসচিব আবদুল্লাহ আল হাসান সাকিব, জাহিদুর রহমান, বাংলাদেশ এলডিপির সিনিয়র যুগ্ম মহাসচিব এম এ বাশার, বাংলাদেশ জাতীয় দলের ভাইস চেয়ারম্যান সারোয়ার আলম, প্রচার সম্পাদক বেলায়েত হোসেন শামীম, শামসুল আহাদ, আবুল মনসুর, ইসলামী ঐক্যজোটের যুগ্ম মহাসচিব ইলিয়াস রেজা, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক মুফতি জাকির হোসেন, আতাউর রহমান, যুব জাগপার সভাপতি নজরুল ইসলাম বাবলু, জাতীয় ছাত্রসমাজের সভাপতি কাজী ফয়েজ আহমেদ, সভাপতি দক্ষিণ মো. ফাহিম হোসাইন, ছাত্র জমিয়তের সভাপতি নিজাম উদ্দিন আল আদনান প্রমুখ।