এ বছরই ঘরের মাঠে ভারতকে হারিয়ে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ ড্র করেছিল বাংলাদেশ নারী ক্রিকেট দল। এরপর এশিয়ান গেমসে ব্রোঞ্জ পদক জয়ের পর পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে এবং টি-টয়েন্টি সিরিজ জয় করেছে বাংলার বাঘিনীরা। তবে ঘরে-বাইরে দেশকে এমন সফলতা এনে দেয়া নারীরাই কিনা বেতন পাচ্ছেন না পাঁচ মাস ধরে। ২০ শতাংশ বেতন বাড়িয়ে দেয়ার কথা থাকলেও, বিসিবি গত পাঁচ মাসে নারী ক্রিকেটারদের বেতনের কোনও অংশই পরিশোধ করেনি বলে জানা গেছে।
দীর্ঘদিন ধরে বেতন ন পাওয়ায় স্বাভাবিকভাবেই আক্ষেপে আছেন নারী ক্রিকেটাররা। আবার এতদিন ধরে বেতন না পাওয়ার তার নির্দিষ্ট কোনো কারণও জানেন না তারা। তবে এমন অবস্থার মধ্যেও নিজেদের সেরা পারফর্ম্যান্সই করে চলেছেন তারা।
এদিকে বছরের মাঝপথে এসে কিসের তালিকা তৈরির কাজ চলছে এমন প্রশ্নে বিসিবির প্রধান নির্বাহি বলেন, ‘আমাদের সব কিছু ঠিক আছে। তালিকার কাজটা প্রক্রিয়াধীন। চূড়ান্ত হয়ে গেলে আমরা দিয়ে দিব।’
এদিকে নারী ক্রিকেটারদের বেতন না পাওয়ার প্রসঙ্গে বিসিবির নারী বিভাগের এক কর্মকর্তা উক্ত জাতীয় দৈনিককে জানিয়েছেন, ‘এটা আমাদের খোঁজ রাখা উচিত ছিল। আমাদের তো দায় আছেই। এটা দু-এক দিনের মধ্যে সুরাহা হয়ে যাবে।’