আজ থেকে শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ফুটবলের দ্বিতীয় পর্ব। ৫৩ দিন পর ফের মাঠে গড়াচ্ছে ফুটবল খেলা। তবে খেলা শুরু হওয়ার কথা ছিল ৯ এপ্রিল। কিন্তু দেশের করোনা পরিস্থিতির অবনতি এবং কঠোর লকডাউনের কারণে তা পিছিয়ে যায়।
ক্লাবগুলোর সঙ্গে ভার্চুয়াল সভায় ৩০ এপ্রিল লিগ শুরুর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) প্রফেশনাল লিগ কমিটি। এখন টুর্নামেন্টের সব খেলাই হবে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে। লকডাউন উঠে গেলে খেলা হবে চারটি ভেন্যুতে।
৩০ এপ্রিল, শুক্রবারের ম্যাচ:
উত্তর বারিধারা-বসুন্ধরা কিংস (বঙ্গবন্ধু স্টেডিয়াম, বিকেল ৪টা)
ঢাকা আবাহনী-বাংলাদেশ পুলিশ (বঙ্গবন্ধু স্টেডিয়াম, সন্ধ্যা ৭টা)
ব্রাদার্স ইউনিয়ন-শেখ রাসেল (বঙ্গবন্ধু স্টেডিয়াম, রাত ৯টা)