ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় উপত্যকায় টেলিফোন, ইন্টারনেটসহ সব ধরনের যোগাযোগ ব্যবস্থা বন্ধ করে দিয়ে রোববার (৫ নভেম্বর) রাতে তীব্র বোমা হামলা চালিয়েছে দখলদার ইসরায়েলি বাহ
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির সাংবাদিক রুশদি আব্দুআলোফ জানিয়েছেন, ৭ অক্টোবর যুদ্ধ বাধার পর গতকাল রোববার গাজায় সবচেয়ে শক্তিশালী বোমা হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী।
তিনি জানিয়েছেন, ইসরায়েলি বিমানবাহিনী উত্তর-পশ্চিম গাজা, সমুদ্র সৈকত শরণার্থী ক্যাম্প— যা শাতি ক্যাম্প নামে পরিচিত— সেখানে সবচেয়ে বেশি বোমা হামলা চালিয়েছে।
এর আগে গাজায় তীব্র বোমা হামলা চালানোর কথা জানিয়েছিলেন ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হ্যাগারি। তিনি সাংবাদিকদের বলেছিলেন, ‘আমরা প্রচণ্ড শক্তি দিয়ে হামলা চালাচ্ছি। আজ রাত এবং প্রতিদিন। আজ রাতে প্রচণ্ড হামলা হয়েছে।’
রোববারের হামলার আগে আবারও গাজায় মোবাইল নেটওয়ার্ক বন্ধ করে দেয় দখলদার ইসরায়েল। ফলে গাজায় এখন কি হচ্ছে সে ব্যাপারে কোনো ধারণা পাওয়া যাচ্ছে না।
তবে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে জানিয়েছে, ধারণা করা হচ্ছে দখলদার ইসরায়েলি সেনারা গাজার প্রাণকেন্দ্র গাজা সিটির ভেতর প্রবেশ করছে। আর সেনারা যেন ট্যাংক নিয়ে কোনো বাধা ছাড়াই গাজা সিটির ভেতর ঢুকতে পারে— সেই ব্যবস্থা করতে বোমা হামলার তীব্রতা বাড়িয়ে দেওয়া হয়েছে।
এর আগে গত ২৮ অক্টোবর প্রথমবার ট্যাংক ও অন্যান্য সাঁজোয়া যান নিয়ে গাজায় স্থল হামলা শুরু করে ইসরায়েল। সেনারা গাজায় ঢোকার আগ মুহূর্তে সেদিন রাতে তীব্র বোমা হামলা চালানো হয়েছিল।