দিল্লিতে শ্রীলঙ্কা ম্যাচের আগে হাথুরুসিংহের কাছে দলের বর্তমান অবস্থা সহ সামনের পরিকল্পনা নিয়ে জানতে চাওয়া হয়। টানা ছয় ম্যাচ হারের পর দলকে ভবিষ্যৎ আপনার কি দেওয়ার আছে এমন প্রশ্নে হাথুরু বলেন, ‘দেখুন আমি মাত্র সাত মাস হয়েছে দায়িত্ব নিয়েছি, আমার আসল কাজ শুরু হবে বিশ্বকাপের পর।’
এদিকে বিশ্বকাপে ব্যাটিং অর্ডারে একের পর এক পরিবর্তনে কোনো প্রভাব পড়েনি জানিয়ে তিনি বলেন, ‘ছেলেরা সামর্থ্য অনুযায়ী খেলতে পারেনি। কী করতে পারে সেটা সম্পর্কে তারা অবগত নয়। তারা খোলসবন্দী হয়ে গেছে, বিশেষ করে ব্যাটিংয়ে। তাদের ভয়ডরহীন ক্রিকেট খেলতে হবে। ব্যাটিং অর্ডার পরিবর্তনে এর প্রভাব নেই। তারা তো শুরুই করতে পারছে না।’
দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নিয়েই দল নিয়ে কাজ করতে পারেননি বলে জানিয়েছেন হাথুরু। তিনি জানিয়েছেন, দায়িত্ব নেয়ার পর বিশ্বকাপের জন্যই দল প্রস্তুত করেছেন, তবে আসর শেষে নিজের কাজ শুরু করবেন জানিয়ে বলেন, ‘আমি শুরু করেছি সাত মাস আগে। সুতরাং বিশ্বকাপের জন্য সময় পেয়েছি মাত্র সাত মাস। এর মধ্যে অবশ্য কিছু ঘটনা ঘটে গেছে, যা আমার নিয়ন্ত্রণে ছিল না। এসব নিয়ে ভাবার সময়ও নয় এখন। আমাদের মনোযোগ পরবর্তী ম্যাচে। এখন দলকে চাপমুক্ত রাখা আমার কাজ। আর হ্যাঁ, আমি দায়িত্ব নিয়েই বিশ্বকাপের জন্য দল প্রস্তুত করেছি। আমার কাজ কিন্তু শুরু হবে বিশ্বকাপের পর।’