ফিলিস্তিনের গাজার দ্বিতীয় বৃহত্তম আল-কুদস হাসপাতাল খালি করতে বলেছে ইসরায়েল। গাজার রেড ক্রিসেন্টের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। রেড ক্রিসেন্ট জানিয়েছে, হাসপাতালটির নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) অনেক রোগী আছেন। অনেক শিশুকে ইনকিউবেটরে রাখা হয়েছে। তাদের অন্যত্র স্থানান্তর করা সম্ভব নয়।
এ ছাড়া আল-কুদস হাসপাতাল ও এর প্রাঙ্গণে গাজার প্রায় ১৪ হাজার বাস্তুচ্যুত মানুষ আশ্রয় নিয়েছেন। ইসরায়েলের পক্ষ থেকে সেখানে হামলা চালানোর হুমকি দেওয়া হয়েছে। এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, গাজার টার্কিশ-প্যালেস্টিনিয়ান ফ্রেন্ডশিপ হাসপাতালের আশপাশে কয়েকটি স্থাপনায় হামলা চালিয়েছে ইসরায়েল।
হাসপাতালের ওই এলাকাটিতে প্রায় সারা দিনই বিমান হামলা চালিয়ে আসছে ইসরায়েল। তারা দাবি করেছে, রোববার ‘কয়েক ডজন সন্ত্রাসীকে’ হত্যা করেছে সেনাবাহিনী।
গত সাতই অক্টোবর হামাস ইসরায়েলে হামলা চালানোর পর থেকেই গাজায় বিমান হামলা চালিয়ে আসছে তেল আবিব। গাজায় থাকা হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলের বোমা হামলার পর থেকে এ পর্যন্ত আট হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন।
গাজার উত্তরাঞ্চলে গুরুত্বপূর্ণ আল-কুদস হাসপাতাল এলাকায় বোমা হামলার বিষয়ে বিবিসি প্রতিবেদন প্রকাশ করে আসছে। রোববার ইসরায়েলের সামরিক বাহিনী হাসপাতালটি খালি করার নির্দেশ দিয়ে এক বিবৃতি দিয়েছে। কিন্তু সেখানকার চিকিৎসকরা বলছেন, হাসপাতালটিতে চিকিৎসা নেয়া শত শত রোগীকে স্থানান্তর করাটা সম্ভব হবে না।
হাসপাতালের একজন চিকিৎসক বিবিসি নিউজ টুনাইটকে এসএমএসের মাধ্যমে জানিয়েছেন, আল-কুদস হাসপাতালের দৃষ্টি সীমার মধ্যেই এখন বোমা নিক্ষেপ শুরু হয়েছে। সবাই, সবাই, বিশেষ করে শিশুরা ভীত সন্ত্রস্ত। তারা (ইসরায়েল) হাসপাতালের পেছনে আবাসিক ভবনে বোমা হামলা চালিয়েছে।
এর আগে আমরা গাজার একজন বাসিন্দার কাছ থেকে একটি ‘ভয়েজ নোট’ বা ‘কণ্ঠ বার্তা’ পেয়েছি, যেখানে তিনি বলেছেন, ‘তারা দুটি আবাসিক টাওয়ারে বোমা হামলা চালিয়েছে। এখন তৃতীয় আরেকটি টাওয়ার হামলা চালাচ্ছে। আল্লাহ আমাদের রক্ষা করুন।’
ধারণা করা হচ্ছে, ভিডিও ফুটেজটি হাসপাতালের ভেতর থেকে ধারণ করা হয়েছে। যেখানে দেখা যাচ্ছে কক্ষগুলো ধুলায় পূর্ণ হয়ে গেছে আর জানালা গুলো উড়ে গেছে।
বিবিসির প্যাট্রিক জ্যাকসন বলেন, তিনি যে লাইভ ভিডিও ফুটেজ দেখছিলেন সেখান থেকে দূরে গাজা শহর দেখা যাচ্ছিল। আর সেখানে বোমা নিক্ষেপের কানে তালা লাগানো আওয়াজ একটানা চলেই যাচ্ছিল। মাঝে মাঝে রাতের আঁধারে আকাশে কমলা রঙের আলোর ঝলকানি দেখা যাচ্ছিল।
ইসরায়েল বলেছে যে, শুধু শনিবারেই তারা হামাসের সাড়ে চারশোর বেশি স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে। তাদের দাবি, এসব স্থাপনার মধ্যে কমান্ড সেন্টার থেকে শুরু করে টহল পোস্ট পর্যন্ত সবই রয়েছে।