দেশের গ্রামীণ এলাকায় পানি ব্যবস্থাপনার উন্নয়ন ও কৃষি উৎপাদন বাড়াতে ১০৬ মিলিয়ন মার্কিন ডলার ঋণ দেবে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।
রোববার (২৯ অক্টোবর) এ বিষয়ে বাংলাদেশ সরকার ও সংস্থাটির মধ্যে একটি ঋণচুক্তি সই হয়েছে।
এছাড়া নেদারল্যান্ড সরকারের ১৭ দশমিক ৬০ মিলিয়ন ডলারের অনুদান সহায়তা প্রদানের বিষয়ে একটি চুক্তি সই হয়েছে। এই অনুদান উদ্ভাবনমূলক কাজের ক্ষেত্রে অর্থায়নে ব্যবহার করা হবে। এডিবি অনুদান পরিচালনার দায়িত্ব পালন করবে।
অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব শরীফা খান বাংলাদেশ সরকার এবং এডিবির কান্ট্রি ডিরেক্টর এডিমন গিন্টিং সংস্থার পক্ষে চুক্তিতে সই করেন। এডিবি রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
এডিবির কান্ট্রি ডিরেক্টর এডিমন গিন্টিং বলেন, ‘জলবায়ু ও দুর্যোগ মোকাবিলায় ক্ষুদ্র পর্যায়ে পানি ব্যবস্থাপনা প্রকল্প’ এর আওতায় জলবায়ুর প্রভাব মোকাবিলা এবং খাদ্য নিরাপত্তার জন্য বাঁধ নির্মাণ ও টেকসইকরণ, পানির প্রবাহ বাড়াতে নদীর চ্যানেলের গভীরতা বাড়ানো, বিদ্যুৎচালিত আধুনিক সেচ পাম্প প্রদান ও উপকারভোগীদের প্রশিক্ষণ প্রদান করার ক্ষেত্রে ঋণের অর্থ ব্যয় করা হবে।
এছাড়া একটি কৃষি সম্পর্কিত প্রকল্পের আওতায় ৩ লাখ ৮০ হাজার পরিবার বিশেষ করে মহিলা ও প্রন্তিক জনগোষ্ঠির জীবিকা নির্বাহের জন্য উন্নত কৃষি ও মৎস্য উৎপাদন বৃদ্ধি এবং বিপণন সহজ করার ক্ষেত্রেও সহায়তা প্রদান করা হবে।