রাজশাহীতে অপহরণের আড়াই ঘণ্টা পর এক গ্রাম্য চিকিৎসকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৯ অক্টোবর) সন্ধ্যা ৬টায় অপহরণের ঘটনা ঘটলেও রাত সাড়ে ৮টার দিকে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়।
নিহতের নাম এরশাদ আলী দুলাল (৪৫)। তিনি নগরী চন্দ্রিমা থানা এলাকা কেচুয়াতৈল এলাকার শামির উদ্দিনের ছেলে। তিনি দীর্ঘ ২৫ বছর এলাকার মোড়ে ওষুধের দোকান পরিচালনা করে আসছিলেন।
ঘটনাস্থলে সরেজমিনে গিয়ে দেখা যায়, নগরীর সিটি হাট সংলগ্ন একটি কলাবাগানের পার্শ্ববর্তী রাস্তায় দুলালের রক্তাক্ত দেহ পড়ে আছে। গলায় কালো রঙের কাপড় জড়ানো রয়েছে। মরদেহের পাশেই রক্ত সংবলিত একটি জুতার চিহ্নও রয়েছে। যেটিকে পুলিশ আলামত হিসেবে নিয়েছে। এর আগে সন্ধ্যায় দুলাল অপহরণের শিকার হলেও রাত সাড়ে ৮টার দিকে নগরীর সিটিহাট এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
শাহমখদুম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাঈল হোসেন জানান, ধারণা করা হচ্ছে পূর্ব শত্রুতার জেরে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। সন্ধ্যায় দুলালকে অপহরণ করা হয়। অপহরণকারীরা একটি মাইক্রোবাসে দুলালের চোখ-মুখ বেঁধে তুলে নিয়ে যায়। পরে নগরীর সিটি হাট এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। ধারালো অস্ত্রের আঘাতে তার মৃত্যু হয়েছে।
তিনি আরও বলেন, স্থানীয়রা রাস্তায় মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে সিআইডিকে জানায়। আমরা হত্যার আলামত সংগ্রহ করেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হবে। এ বিষয়ে মামলা হবে। ময়নাতদন্তের পরে আইনগত ব্যবস্থাগ্রহণ শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।