নব্বই দশকদের ঢাকাই ছবির জনপ্রিয় নায়ক ওমর সানি। তার অভিনীত অসংখ্য ব্যবসা সফল ছবি দর্শকদের মনে গেঁথে রয়েছে। কয়েক বছর যাবত অভিনয়ে অনিয়মিত হলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সক্রিয় এই অভিনেতা। প্রায়ই দেশ ও দেশের মানুষের কল্যাণে পোস্ট করে থাকেন তিনি। সম্প্রতি তিনি মুখ খুলেছেন চিত্রনায়ক আলমগীরকে নিয়ে মৃত্যুর গুজব ছড়ানো নিয়ে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি লিখেছেন, ‘ইউটিউব চ্যানেলের প্রতি একটা নীতিমালা থাকা উচিত, তথ্য মন্ত্রণালয়ের আন্ডারে থাকা উচিত। তা কি হচ্ছে? কতো হাজার গুঞ্জন হলে নীতিমালা করবেন? আমাকে মেরেছে কয়েকবার, মৌসুমীকেও মেরেছে। এটিএম সাহেবকে মেরেছিল অনেকবার। আরো অনেককে মেরেছে মিথ্যা তথ্য দেয়া এবং কাল্পনিক গল্প, আজ জলজ্যান্ত আমাদের চলচ্চিত্রের বটবৃক্ষ আলমগীর সাহেবকে মারলেন। না উনি মারা যাননি। উনি বেঁচে আছেন।’
তিনি আরও লিখেছেন, ‘কয়েকদিন আগে দেখলাম সাইডলাইনে বসে থাকা একটা মেয়েকে তার অসুস্থতা ও অসহায়ত্ব নিয়ে তাকে নায়িকা বানিয়েছেন। আসলে উনি নায়িকা নয়। আরো অনেক গল্প। একটা নীতিমালা হওয়া উচিত। কোন কন্ট্রোল নেই। আমাদের বিক্রি করে পয়সা কামাচ্ছে তারা। যারা এগুলো করছে তারা কি মানুষ নাকি। যাই হোক, তথ্যমন্ত্রী এবং রাষ্ট্র মহোদয়কে বললাম।’ এদিকে আলমগীরের মৃত্যুর গুজবের সাথে যারা সম্পৃক্ত তাদের শনাক্ত করে সাইবার ক্রাইমে মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে। শনাক্তকারীদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়ায় কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে গণমাধ্যমকে জানিয়েছে আলমগীরের পরিবার।