রাজধানীতে বিএনপির সমাবেশ চলাকালীন সময়ে বিজয়নগর-কাকরাইল-রমনা এলাকায় পুলিশের সঙ্গে নেতাকমীদের সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনার জেরে পুলিশ সমাবেশের দুদিকে অবস্থান নেয়। তখন দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু এবং সংঘর্ষ হয়। এ সময় বিএনপির নেতাকর্মীরা স্টেজ ছেড়ে সমাবেশস্থল থেকে বেরিয়ে যায়। ফলে বন্ধ হয়ে যায় পূর্ব ঘোষিত সমাবেশ।
প্রত্যক্ষদর্শীরা জানান, আওয়ামী লীগ ও বিএনপির সংঘর্ষের জেরে কয়েকটি গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ সময় প্রধান বিচারপতির বাস ভবন থেকে নাইটিঙ্গেল মোড় এলাকা পর্যন্ত সংঘর্ষ ছড়িয়ে পড়ে। প্রধান বিচারপতির বাসভবনেও ইটপাটকেল নিক্ষেপ করা হয়। তাদের নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেড ছোড়ে। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হন। বিএনপির সমাবেশ স্থগিত করার পর নেতাকর্মীরা চলে গেলেও মহাসচিব মির্জা ফখরুলসহ সিনিয়র কয়েকজন নেতাকে মঞ্চে বসে থাকতে দেখা যায়।