রাজধানীর আরামবাগে পুলিশের ব্যারিকেড ভেঙে দিয়েছে জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা। আজ শনিবার (২৮ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে পুলিশের ব্যারিকেড ভেঙে ফেলেন তারা। এসময় আশপাশে সতর্ক অবস্থান নিতে দেখা যায় পুলিশকে। সমাবেশের মৌখিক অনুমতি পাওয়ার পর রাজধানীর মতিঝিলের পেট্রোল পাম্পের পাশের ব্যারিকেড ভেঙে আরামবাগে প্রবেশ করেন জামায়াতে ইসলামীর হাজারও নেতাকর্মী৷
শাপলা চত্বরে মহাসমাবেশের অনুমতি না পেয়ে আরামবাগে জড়ো হতে থাকে জামায়াত ইসলামীর নেতাকর্মীরা। মতিঝিলের শাপলা চত্বরে পুলিশ প্রটেকশন আর নিরাপত্তার চাদরে হয়ে যায় ভূতুড়ে পরিবেশ। সকাল থেকে জামায়াতে ইসলামি নেতাকর্মীদের আরামবাগের স্কুলের ভেতরের গলিতে ও নটেরডেমের কলেজের সামনে পুলিশ প্রটোকল দিয়ে আটকে রাখা হয়। কিন্তু দুপুর পৌনে একটার দিকে নটেরডেম কলেজের পাশে পিকআপভানে মঞ্চ তৈরি করে জামায়াতে ইসলামী। পরে সেখানে জোহরের নামাজ আদায় করে। এক পর্যায়ে আরামবাগের ভেতরে গলি থেকে স্লোগান দিয়ে হাজার হাজার জামায়াত নেতাকর্মী মঞ্চের সামনে রাস্তায় আসতে থাকে। এ সময় পুলিশ দুই দিকের মাঝখানে পড়ে যায়, বাধ্য হয়ে ব্যারিকেড তুলে নিয়ে, জলকামানসহ পুলিশ সরে আসে।