প্রধানমন্ত্রীর কর্মসূচি
সকাল ১০টার দিকে চট্টগ্রামের কর্ণফুলী নদীর তলদেশ দিয়ে নির্মিত দক্ষিণ এশিয়ার প্রথম টানেল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। টানেল উদ্বোধন ছাড়াও প্রধানমন্ত্রী চট্টগ্রামে আরও কয়েকটি প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এ ছাড়া বঙ্গবন্ধু টানেলের উদ্বোধন উপলক্ষে একটি বিশেষ স্মারক ডাকটিকিট, উদ্বোধনী দিনের খাম এবং প্রথম পানির নিচের সড়ক টানেলের উদ্বোধন উপলক্ষে একটি বিশেষ সিলমোহরও প্রকাশ করবেন তিনি। এরপর দুপুরে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা আনোয়ারায় কোরিয়ান ইপিজেড (কেইপিজেড) মাঠে জনসভায় ভাষণ দেবেন।
আওয়ামী লীগের কর্মসূচি
দুপুর ২টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের উদ্যোগে শান্তি ও উন্নয়ন সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
বিএনপির কর্মসূচি
বর্তমান সরকারের পদত্যাগসহ নির্দলীয় নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠা এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে মহাসমাবেশের আয়োজন করেছে বিএনপি। দুপুর ২টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আরও বক্তব্য দেবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সিনিয়র নেতৃবৃন্দ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
পররাষ্ট্রমন্ত্রীর কর্মসূচি
‘নেভিগেটিং চ্যালেঞ্জেস: বাংলাদেশ’স রেসপন্স টু দ্য কারেন্ট গ্লোবাল সিচুয়েশন’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। ফরেন সার্ভিস একাডেমিতে বেলা ১১টায় এ সেমিনার অনুষ্ঠিত হবে।
ইলেকশন মনিটরিং ফোরামের সেমিনার
বাড়িধারার এসকট প্যালেসে সকাল ১০টায় ইলেকশন মনিটরিং ফোরামের সেমিনার অনুষ্ঠিত হবে। এতে আলোচক হিসেবে অংশগ্রহণ করবেন ভারতের সাবেক প্রধান নির্বাচন কমিশনার, শ্রীলঙ্কার নির্বাচন কমিশনার, মালদ্বীপের নির্বাচন কমিশনার এবং নেপালের নির্বাচন কমিশনার। এ ছাড়া নির্বাচন বিষয়ে বিশেষজ্ঞ ব্যক্তিবর্গ আলোচক হিসেব উপস্থিত থাকবেন।
গণঅধিকার পরিষদের কর্মসূচি
বেলা ১১টায় বিজয় নগর পানির ট্যাংক মোড়ে কর্মসূচি পালন করবে গণঅধিকার পরিষদ। এরপর পুরানা পল্টন কালভার্ট এলাকায় ডক্টর রেজা কিবরিয়া ও ফারুক হাসানের নেতৃত্বাধীন গণঅধিকার পরিষদের কর্মসূচি অনুষ্ঠিত হবে বেলা ৩টায়।
গণফোরাম ও পিপলস পার্টির কর্মসূচি
দুপুর ১২টায় মতিঝিল নটরডেম কলেজ উল্টো দিকে গণফোরাম চত্বরে কর্মসূচি পালন করবে গণফোরাম ও পিপলস পার্টি।
গণতান্ত্রিক বাম ঐক্যের কর্মসূচি
দুপুর ১২টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে গণতান্ত্রিক বাম ঐক্যের কর্মসূচি অনুষ্ঠিত হবে।
১২ দলীয় জোটের কর্মসূচি
দুপুর ২টায় বিজয় নগর পানির ট্যাংক মোড়ে ১২ দলীয় জোটের কর্মসূচি অনুষ্ঠিত হবে।
জাতীয়তাবাদী সমমনা জোটের কর্মসূচি
দুপুর ২টায় পুরানা পল্টন আলরাজী কমপ্লেক্স সামনে কর্মসূচি রয়েছে জাতীয়তাবাদী সমমনা জোটের।
গণতন্ত্র মঞ্চের কর্মসূচি
বিকেল ৩টায় রমনার মৎস্য ভবন মোড়ে গণতন্ত্র মঞ্চের কর্মসূচি রয়েছে।
এলডিপির কর্মসূচি
বেলা ৩টায় কাওরানবাজারে এফডিসি সংলগ্ন এলডিপি অফিস সামনে কর্মসূচি পালন করবে এলডিপি।
এনডিএমের কর্মসূচি
বিকেল ৩টায় মালিবাগ মোড়ে এনডিএমের কর্মসূচি রয়েছে।
লেবার পার্টির
বিকেল ৪টায় পুরানা পল্টন মোড়ে লেবার পার্টির কর্মসূচি রয়েছে।
বিএসএমএমইউতে কর্মসূচি
বাংলাদেশের চিকিৎসক ও চিকিৎসা শিক্ষার্থীদের সবচেয়ে বড় সংগঠন ‘প্ল্যাটফর্ম’- এর ১০ম বর্ষপূর্তি উৎযাপন অনুষ্ঠান সকাল সাড়ে ৯টায় শুরু হবে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) বিশেষায়িত হাসপাতাল মিলনাতন আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন অধ্যাপক ডা. প্রাণ গোপাল এমপি।