বিশ্বকাপে টানা হারের বৃত্তে আটকা পড়েছে টাইগাররা। প্রথম ম্যাচে জয়ের পর হেরেছে পরের চার ম্যাচেই। সেমিফাইনালের স্বপ্নও তাই হয়ে এসেছে ফিকে। এদিকে দলের মতই নিজেকে হারিয়ে খুজছিলেন টাইগার স্পিডস্টার তাসকিন আহমেদ। বিশ্বমঞ্চে লাল-সবুজ দলের পেস আক্রমণের মূল অস্ত্র হওয়ার কথা ছিল যার, তিনিই কিনা ছিলেন বর্ণহীন। সেই সঙ্গে যোগ দিয়েছিল চোটের হানা।
বিশ্বকাপে এখনো পর্যন্ত তিনটি ম্যাচ খেলেছেন তাসকিন। কোনো ম্যাচেই পুরোপুরি দশ ওভার বল করতে পারেননি তিনি। আফগানিস্তান, ইংল্যান্ডের পর নিউজিল্যান্ডের বিপক্ষে এই তিন ম্যাচ খেলে উইকেট পেয়েছেন দুইটি। এদিকে কিউইদের বিপক্ষে ম্যাচের পরেই চোটে পড়েন তাসকিন।
কাঁধের পুরনো চোটের কারণে ভারতের বিপক্ষে ম্যাচে খেলতে পারেননি তিনি। সুস্থ হয়ে যেন দ্রুত ফিরতে পারেন এ জন্য টিম ম্যানেজম্যান্ট থেকেও দুই ম্যাচের বিশ্রাম দেয়া হয়েছিল তাকে। এজন্য দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচেও একাদশে ছিলেন না এই টাইগার পেসার। তবে চোট কাটিয়ে নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়েই তিনি আবার মাঠে ফিরছেন।
ডাচদের বিপক্ষে ম্যাচের আগে আজ সংবাদ সম্মেলনে এসেছিলেন তাসকিন। সেখানে তিনি নিজেই নিশ্চিত করেছেন, আগামীকালের ম্যাচ দিয়েই দলে ফিরছেন তিনি। নেদারল্যান্ডসের বিপক্ষে কালকের ম্যাচটি অনুষ্ঠিত হবে কলকাতার ইডেন গার্ডেন্সে দুপুর আড়াইটায়।