সাভারের আশুলিয়ায় ডিস ব্যবসার দ্বন্দ্ব সমাধানের কথা বলে অফিসে ডেকে নিয়ে তিনজনকে গুলি করে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গুলিবিদ্ধ তিনজনকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার (২৫ অক্টোবর) সন্ধ্যায় আশুলিয়ার কাঠগড়ার দুর্গাপুরের কোহিনুর সরকারের মার্কেটের পেছনে ওয়াজউদ্দিনের বাসার সামনে এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধরা হলেন- মানিক সরকার, শরিফ সরকার ও সাইদুর রহমান। তাদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।
অভিযুক্তরা হলেন- আশুলিয়া ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি মাসুম খান, অশ্রু, সালমান ও বক্কর। তাদেরও বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।
মানিক সরকার বলেন, আমরা ওই এলাকায় ১০ বছর ধরে ডিসের ব্যবসা করে আসছিলাম। আজ সন্ধ্যায় অভিযুক্তরা আমাদের লাইনের সংযোগ কেটে তাদের সংযোগ দিচ্ছিল। এ ঘটনায় অশ্রুর সঙ্গে মোবাইলে কথা হলে তারা তাদের অফিসে বিষয়টি মীমাংসার জন্য ডাকে। পরে আমরা আমাদের বয়োজ্যেষ্ঠদের নিয়ে অশ্রুর অফিসে গেলে কথা কাটাকাটি হয়। এ সময় মাসুম খান, অশ্রু, সালমান ও বক্কর অস্ত্র নিয়ে অতর্কিত গুলি চালালে আমাদের তিনজন গুলিবিদ্ধ হয়। পরে আমাদের উদ্ধার করে সাভারের এনাম মেডিকেলে ভর্তি করা হয়।
অভিযুক্ত আশুলিয়া ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি মাসুম খান বলেন, ঘটনা ঘটেছে শুনেছি। তবে বেশি কিছু জানি না। ওদের সঙ্গে কোনো ঝামেলা নেই। আমি যতদুর শুনেছি ওদের লাইনের পাশ দিয়ে আরেকটা লাইন দিচ্ছিল। পরে ওদের (ভুক্তভুগীদের) মুরব্বিরা এসে বলেছে ওদের ওই লাইন দেওয়া যাবে না। শুধু ওদের লাইনই থাকবে। পরে ওরাই লোকজন নিয়ে এসে গ্যাঞ্জাম করেছে। আমি ওখানে ছিলাম না।
এ ব্যাপারে ঢাকা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আব্দুল্লাহিল কাফি বলেন, আমরা বিষয়টি জেনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।