বিশ্বকাপের মঞ্চে গতকাল রাতে নতুন ইতিহাস রচনা করেছে আফগানিস্তান। এর আগে বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হারিয়ে অঘটনের জন্ম দেয়া আফগানরা কাল হারিয়েছে পাকিস্তানকে। বিশ্ব আসরে তো বটেই, একদিনের ক্রিকেটেই ম্যান ইন গ্রিনদের বিপক্ষে এটি যুদ্ধবিধ্বস্ত দেশটির প্রথম জয়। এমন জয়ের পর বেশ উৎফুল্ল আফগান ক্রিকেটার এবং সমর্থকরা। তবে পাকিস্তানের বিপক্ষে জয়ের পর বাংলাদেশের বিপক্ষে পরাজয় নিয়ে আক্ষেপ করেছেন আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবী।
একদিনের ক্রিকেটে এর আগে পাকিস্তানের বিপক্ষে সাতটি ম্যাচ খেলে একটিতেও জয় পায়নি আফগানিস্তান। তবে বেশ ক্যেকটি ম্যাচে জয়ের দ্বারপ্রান্তে পৌঁছে গিয়েছিল তারা। গত ২০১৯ বিশ্বকাপের ম্যাচেও পাকিস্তানকে পার্য হারিয়ে দিয়েছিল আফগানরা। তবে অধরা সেই জয় ধরা দিয়েছে গতকাল।
চেন্নাইয়েকাল আগে ব্যাট করতে নেমে আফগান বোলারদের দুর্দান্ত বোলিংয়ে পাকিস্তান গুটিয়ে যায় সাত উইকেটে ২৮২ রান করেই। আর লক্ষ্য তাড়া করতে নেমে রহমানুল্লাহ গুরুবাজ এবং ইব্রাহিম জাদরানের ব্যাটে আসে দুর্দান্ত সূচনা। এরপর অধিনায়ক হাশমত উল্লাহ শহীদি এবং রহমত শাহ মিলে জয়ের বন্দরে ভেড়ান দলকে।
পাকিস্তানের বিপক্ষে এই জয় আফগানিস্তানের জন্য বিশেষ জানিয়ে ম্যাচ শেষে নবী বলেন, আমরা গত ১০-১২ বছর এই দিনটির অপেক্ষায় ছিলাম যে বড় মঞ্চে পাকিস্তানকে হারাব। আমরা শেষ তিন মাস অনেক পরিশ্রম করেছি আজকের এই সুন্দর দিনটির জন্য। আমরা প্রথমে ইংল্যান্ড ও আজ পাকিস্তানকে হারালাম। আমাদের সবাই খুব ভালো ফর্মে আছে। আমরা দেখিয়ে দিয়েছি, আমরা লক্ষ্য তাড়া করেও জিততে পারি।’
এরপর বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশের কাছে হার নিয়ে আক্ষেপ করেন নবী। তিনি বলেন, ‘আমাদের প্রথম ম্যাচে বাংলাদেশের বিপক্ষে হারাটা উচিত হয়নি। জেতা উচিত ছিল সেই ম্যাচটি। কিন্তু আমরা অর্ধেক এসে গেছি টুর্নামেন্টের। আমাদের পরবর্তী ম্যাচ শ্রীলঙ্কার বিপক্ষে এবং প্রচুর পরিশ্রম করতে চাই আমরা। দর্শকরা আমাদের যেভাবে সমর্থন দিয়েছে, তারা অসাধারণ। আশা করি পুনেতেও এমন সমর্থন পাব।’