জামালপুরের বকশীগঞ্জে দশানী নদীতে গোসল করতে নেমে নিখোঁজের ২০ ঘণ্টা পর শিশু মেহেদীর (৭) মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। রোববার (২২ অক্টোবর) বেলা ১১টায় উপজেলার মেরুরচর ইউনিয়নের টুপকারচর ব্রিজের পাশে দশানী নদী থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।
মৃত শিশু মেহেদী হাসান মেরুরচর ইউনিয়নের নতুন টুপকারচর গ্রামের শাহিন মিয়া ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, গত শনিবার দুপুরে বাবা শাহীন মিয়ার সঙ্গে শিশুটি টুপকারচর ব্রিজের পাশে একটি ধানখেতে যায়। সেখানে গিয়ে দুপুর ১টার দিকে বাবার অগোচরে শিশু মেহেদী দশানী নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয়। তাকে খোঁজাখুঁজি করেও না পেয়ে স্থানীয়রা জামালপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেয়। পরে রোববার সকাল ৭টা থেকে ওই ডুবুরি দল উদ্ধার কার্যক্রম শুরু করে। সকাল ১০টার দিকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।
বকশীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা বলেন, নদীতে গোসল করতে গিয়ে শিশুটি নিখোঁজ হয়েছিল। আজ তার মরদেহ উদ্ধার করা হয়েছে।