গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে দুই কয়েদির মৃত্যু হয়েছে। কারাগারে অসুস্থ হয়ে পড়লে তাঁদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়। এরপর গত সোমবার তাঁদের মৃত্যু হয়। নিহতরা হলেন—আকরাম হোসেন ও নজরুল ইসলাম ফরাজী। নজরুল বাগেরহাটের মোড়লগঞ্জ থানার দানসাগর গ্রামের ওয়াজেদ আলী ফরাজীর ছেলে। আর আকরাম ময়মনসিংহের কোতয়ালি থানার মির্জাপুর গ্রামের কামাল হোসেনের ছেলে।
কাশিমপুর কারাগার সূত্রে জানা গেছে, নজরুল ইসলাম ফরাজী সাভার থানার একটি মামলায় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত ছিলেন। কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে পার্ট-২ তে প্রায় ২০ বছর ধরে বন্দী ছিলেন তিনি। রোববার মধ্যরাতে তিনি বুকে ব্যথা অনুভব করে অসুস্থ হয়ে পড়েন। রাতেই তাঁকে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাঁকে হাসপাতালের সিসিইউ ওয়ার্ডে রাখা হয়। সোমবার রাত সাড়ে আটটার দিকে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।
অপরদিকে আকরাম হোসেন নারী ও শিশু নির্যাতন মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ছিলেন। তিনি সোমবার রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে নিয়ে গেলে রাত ১২টার দিকে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের জেল সুপার আমিরুল ইসলাম বন্দীদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, কারাবিধি অনুযায়ী ময়নাতদন্ত শেষে মৃতদেহ নিহতদের পরিবারের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।