বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের ২২ গজের লড়াই মানেই যেন কিউইদের আধিপত্য। ওয়ানডে ক্রিকেটের পরিসংখ্যান তাই বলছে। আফগানিস্তানের বিপক্ষে বড় জয় দিয়ে বিশ্বকাপ শুরু করা বাংলাদেশকে পরের ম্যাচেই মাটিতে নামিয়ে আনে ইংল্যান্ড। ধর্মশালায় বিশ্বকাপের প্রথম দুই ম্যাচ শেষে আগামীকাল চেন্নাইয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে নিজেদের তৃতীয় ম্যাচে মাঠে নামবে টাইগাররা। এমএ চিদাম্বরাম স্টেডিয়ামে কিউইদের মুখোমুখি হওয়ার আগে সাকিব আল হাসানদের চিন্তার ভাঁজ টিম কম্বিনেশন নিয়ে।
বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে উড়িয়ে নিজেদের শক্তির জানান দিয়েছিল নিউজিল্যান্ড। সেই ধারাবাহিকতা ধরে রেখে পরের ম্যাচে ডাচদের বড় ব্যবধানে হারিয়ে টানা দুই জয়ে ফুরফুরে মেজাজে রয়েছে কিউইরা। অপরদিকে বাংলাদেশ আফগানদের হারিয়ে বিশ্বকাপ শুরু করলেও ইংলিশদের বিপক্ষে ১৩৭ রানের বড় হারের স্মৃতি নিয়ে চেন্নাইয়ে ব্ল্যাকক্যাপসদের মুখোমুখি হবে সাকিব বাহিনী।
ওয়ানডে ক্রিকেটে এখন পর্যন্ত ৪১ বার দুই দলের দেখা হয়েছে। যেখানে একটি ম্যাচ পরিত্যক্ত হলেও ৩০টিতে জয় নিউজিল্যান্ডের ও ১০টি জয় বাংলাদেশের। বিশ্বকাপের মঞ্চে ৫ দেখায় ৫টিতেই হেরেছে টাইগাররা।
পরিসংখ্যান কিউইদের পক্ষে কথা বললেও দেশের মাটি ছাড়া নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডেতে বাংলাদেশের সফলতা রয়েছে একাধিকবার। ২০১৭ সালে আয়ারল্যান্ডের ডাবলিনে প্রথমবার ঘরের মাঠের বাইরে ব্ল্যাকক্যাপসদের হারিয়েছিল টাইগাররা। একই বছর ইংল্যান্ডের কার্ডিফে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির ম্যাচে মাহমুদউল্লাহ রিয়াদ ও সাকিব আল হাসানের দুর্দান্ত শতকে ভর করে ইতিহাস গড়া জয় তুলে নিয়েছিল মাশরাফি বিন মুর্তজার দল।
আইসিসি আয়োজিত ইভেন্টে নিউজিল্যান্ডের বিপক্ষে এটিই বাংলাদেশের সর্বোচ্চ সাফল্য। বিশ্বকাপের মঞ্চে সাকিবের নেতৃত্বে টাইগাররা কি পারবে সেই সুখস্মৃতি ফিরিয়ে আনতে?
চেন্নাইয়ের স্পিন উইকেটে ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দিতে পারে দুই দলের স্পিনাররা। কিউইরা তাদের প্রথম দুই ম্যাচে লেগ স্পিনার ইশ সোধিকে একাদশে খেলায়নি। কিন্তু চিপকে তিনি ফিরছেন তা এক প্রকার নিশ্চিত। কেননা বিশ্বকাপের আগে মিরপুরে বাংলাদেশের বিপক্ষে ৬ উইকেট শিকার করেছিলেন সোধি। টাইগারদের বিপক্ষে বরাবরের মতোই লেগ স্পিনাররা সফল, তাই এই কিউইস্পিনার খেলছেন তা নিশ্চিত। সেই সঙ্গে দলে ফিরছেন নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসন। যা ব্ল্যাকক্যাপসদের শক্তি বাড়াবে।
অপরদিকে টাইগাররা প্রথম ম্যাচে বড় জয় পেলেও পরের ম্যাচে একাদশে পরিবর্তন আনে। চেন্নাইয়েও একাদশে আবারো পরিবর্তন আনতে যাচ্ছে টিম ম্যানেজম্যান্ট। স্পিনিং উইকেটে খেলা হওয়ায় তিন পেসার থেকে যেকোন একজনকে বিশ্রাম দিয়ে বাড়তি আরেক স্পিনার নাসুম আহমেদকে একাদশ দেখা যেতে পারে।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ:
সাকিব আল হাসান (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, শেখ মাহেদি, তাসকিন আহমেদ/নাসুম আহমেদ, শরীফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান।
নিউজিল্যান্ডের সম্ভাব্য একাদশ:
ডেভন কনওয়ে, উইল ইয়াং, কেন উইলিয়ামসন(অধিনায়ক), রাচিন রবীন্দ্র, ড্যারিল মিচেল, টম ল্যাথাম, গ্লেন ফিলিপস, মিচেল স্যান্টনার, ম্যাট হেনরি/ইশ সোধি, লকি ফার্গুসন, ট্রেন্ট বোল্ট।