প্রধানমন্ত্রীর শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেছেন মার্কিন প্রাক-নির্বাচন পর্যবেক্ষক দলের সদস্যরা। বুধবার (১১ অক্টোবর) সন্ধ্যা ৭টায় গণভবনে এই বৈঠকটি শুরু হয়।
প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
এর আগে বুধবার দুপুর দেড়টার দিকে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভা কক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের সঙ্গে বৈঠক করেন প্রতিনিধিদলের সদস্যরা। বিকেলে সচিবালয়ে আইনমন্ত্রী আনিসুল হকের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে ডিজিটাল নিরাপত্তা আইন এবং সাইবার নিরাপত্তা আইনের মধ্যকার পার্থক্য বিষয়ে জানতে চান তারা।
উল্লেখ্য, বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচনে যুক্তরাষ্ট্র সরকার নির্বাচন পর্যবেক্ষক পাঠাবে কিনা, তা যাচাই করতে একটি প্রতিনিধিদল বাংলাদেশে এসছে। দেশটির রাষ্ট্রীয় অর্থায়নে ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই) ও ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট (এনডিআই) যৌথভাবে স্বাধীন ও নিরপেক্ষ প্রাক-নির্বাচন সমীক্ষা মিশন (পিইএএম) পরিচালনা করছে।